আর্কাইভ থেকে বাংলাদেশ

নির্বাচন নিয়ে খেলা হয়েছে : শামীম ওসমান (ভিডিও)

নির্বাচন নিয়ে খেলা হয়েছে : শামীম ওসমান (ভিডিও)

নারায়নগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনের প্রসঙ্গ উঠলেই আলোচনায় প্রার্থীর আগে নাম উঠে আসে শামীম ওসমানের কথা। এবারের গুরুত্বপূর্ণ নির্বাচনেও নারায়নগঞ্জ-৪ আসনের সংসদ সদস্যের উপস্থিতি ভালোভাবেই পরিলক্ষিত হয়েছে। সেই সাথে তার বহুল আলোচিত কিংবা সমালোচিত শব্দ  ‘খেলা হবে’ নিয়েও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। 

আজ রোববার (১৬ জানুয়ারি) নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে বিকেল সাড়ে তিনটায় নগরের ১৩ নম্বর ওয়ার্ডের আদর্শ স্কুল কেন্দ্রে ভোট দেন শামীম ওসমান। পরে আনুষ্ঠানিক বিফ্রিংয়ের সময় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন-‘নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) নির্বাচন নিয়ে যেই খেলা হয়েছে, সেই খেলা চলছে, এই খেলাতে আমরা জিতবো।’

তিনি বলেন, ‘যদি বলে কোনো কথা নেই। নৌকার প্রার্থী হারবে না; নৌকার বিজয় হলে সম্পূর্ণ অবদান জনগণের। আমি একটা ভোট দিয়েছি জনগণ হিসেবে। আমার তো দুই ভোট নাই, আমারও এক ভোট জনগণেরও এক ভোট। সবকিছুর এচিভমেন্ট জনগণের। যেই খেলা হয়েছে, সেই খেলা চলছে, এই খেলাতে আমরা জিতবো।’

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী ভোট চেয়েছেন কি না জানতে চাইলে শামীম ওসমান বলেন, ‘যার কথা বললেন তিনি আমার কাছে ভোট চাননি। তবে সে জানে সে ভোট না চাইলেও আমি তার জন্য ভোট চাইবো।’

আপনি প্রার্থী না কি প্রতীকের পক্ষে কাজ করেছেন এমন প্রশ্নে নারায়ণগঞ্জের এই সংসদ সদস্য বলেন, ‘আমি সারা জীবন প্রতীকের পক্ষে কাজ করেছি। কষ্ট সহ্যেরও ব্যাপার আছে। আমি সেটি এখনই বলবো না। আল্লাহ ধৈর্যশীলদের পছন্দ করেন। আমি প্রতিদিন মনে করি-টুডে ইজ মাই লাস্ট ডে। আগামী ফেব্রুয়ারিতে আমি ৬০ বছর থেকে ৬১ বছরে পা রাখবো। নাউ টাইম টু গো। আমার বাড়ির পুরুষরা বেশিদিন বাঁচেননি। আমার আব্বা, বড় ভাই, দাদু ৬০-৬৫ বছরে চলে গেছে। তাই মাসনিকভাবে আমার মধ্যে একটা বিষয় কাজ করে যে, আমার চলে যাওয়ার সময় হয়েছে। আমি সবাইকে নিয়ে কাজ করতে চাই। আমি রাজনীতিটাকে ইবাদত মনে করি।’

তিনি আরো বলেন, ‘আমাদের এচিভমেন্ট হলো জনগণ স্যাটিসফাইড কি না। জনগণ খুশি যে তারা তাদের ভোট দিতে পেরেছে। এই পর্যন্ত আমি জানি। পরেরটা পরে। প্রার্থীরাও বলেছেন তারা স্যাটিসফাইড। জনগণ যদি সন্তুষ্ট হয় সেটাই জাতির পিতার কন্যার অ্যাচিভমেন্ট বলে মনে করি।’

‘নির্বাচনের আগে আমরা সবাই গরিবের কাছে যাই, ছবি তুলি। আপনাদের (গণমাধ্যম) সামনে পোজ দিয়ে তুলি। যাতে এই ছবির ইমপ্যাক্ট পড়ে। যারা গরিবের কাছে হাত পেতে ভোট চেয়েছে, তারা যেন গরিবের পেটে লাথি না মারে সেটাই আমার অনুরোধ।’

এদিকে, নাসিক নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে নির্ধারিত সময় বিকেল চারটায়। শুরু হয় সকাল ৮টায়। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার। রোববার (১৬ জানুয়ারি) দুপুরের দিকে সাংবাদিকদের তিনি এ কথা জানান। গোলযোগবিহীন এ নির্বাচনে ভোটার উপস্থিতিও তুলনামুলক ভালো। 

নাসিক নির্বাচনে মেয়র পদে নৌকা প্রতীকে সেলিনা হায়াৎ আইভী ও হাতি প্রতীকে তৈমূর আলম খন্দকার প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এছাড়া দেয়ালঘড়ি প্রতীকে এ বি এম সিরাজুল মামুন, হাতপাখা প্রতীকে মাছুম বিল্লাহ, হাতঘড়ি প্রতীকে রাশেদ ফেরদৌস, বটগাছ প্রতীকে মো. জসিম উদ্দিন ও ঘোড়া প্রতীকে কামরুল ইসলাম মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এছাড়া কাউন্সিলর পদে সাধারণ ওয়ার্ডে ১৪৮ ও সংরক্ষিত আসনে ৩৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উল্লেখ্য, নাসিকের ২৭ ওয়ার্ডের ১৯২টি ভোটকেন্দ্রে এক হাজার ৩৩৩ ভোটকক্ষে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। পাঁচ লাখ ১৭ হাজার ৩৬১ জন ভোটার দিনভর তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

হাসিব মোহাম্মদ

এ সম্পর্কিত আরও পড়ুন নির্বাচন | নিয়ে | খেলা | হয়েছে | | শামীম | ওসমান | ভিডিও