আর্কাইভ থেকে শিক্ষা

ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণসহ ১১ দাবি শিক্ষকদের

ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণসহ ১১ দাবি শিক্ষকদের
স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণসহ ১১ দফা দাবি জানিয়েছেন মাদ্রাসা শিক্ষকরা। আজ শনিবার (১৫ জুলাই) সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবে ইসলামী শিক্ষা উন্নয়ন আয়োজিত জাতীয় সেমিনারে শিক্ষক নেতারা এসব দাবি উপস্থাপন করেন। সংগঠনের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন দ্য ইউনিভার্সিটি অব কুমিল্লার গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. হানিফ খান। তারা জানান, শিক্ষায় বৈষম্য দূরীকরণ, সর্বস্তরে ধর্মশিক্ষা বাধ্যতামূলককরণ, পাঠ্যক্রম সংশোধন ও মাদ্রাসার জন্য স্বতন্ত্র পাঠ্যক্রম প্রণয়ন প্রয়োজন। সংগঠনের সভাপতি এ কে এম মাহবুবুর রহমান বলেন, জাতীয় শিক্ষানীতি ২০১০ এ সব শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের কথা বলা হয়েছে। জাতীয়করণ শিক্ষকদের ন্যায্য অধিকার, এটা বাস্তবায়ন করতে হবে। প্রধানমন্ত্রীর সম্মতি থাকার পর ও জাতীয়করণ বাস্তবায়ন না হওয়ায় প্রায় ১ হাজার প্রতিষ্ঠানের ৪৫ হাজার শিক্ষক বিনা বেতনে মানবেতর জীবন-যাপন করছেন। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য উপস্থাপন করেন আঞ্জুমান আল ইসলাম বাংলাদেশ সভাপতি আল্লামা হুসামুদ্দিন চৌধুরী ফুলতলী। উপস্থিত ছিলেন ইসলামী শিক্ষা উন্নয়নের সংগঠনের মহাসচিব উপাধ্যক্ষ মো. আবদুর রহমানসহ নেতারা। ১১ দাবিগুলো হলো- ১. ইবতেদায়ি স্তরকে জাতীয়করণ করা: ২: প্রধানমন্ত্রীর স্বাক্ষরিত ২০১৯ সালের ইবতেদায়ি নীতিমালার বাস্তবায়ন; ৩. শিক্ষাক্রম সংশোধন; ৪. প্রাথমিকের ন্যায় সুযোগ সুবিধা প্রদান; ৫. নতুন ইবতেদায়ি মাদ্রাসা মঞ্জুরির স্থগিতাদেশ প্রত্যাহার; ৬. শিক্ষকদের পি টি আই আদলে প্রশিক্ষণ ইনস্টিটিউট গড়ে তোলা; ৭. প্রাথমিকের শিক্ষকদের ন্যায় বেতন কাঠামো নির্ধারণ; ৮. মঞ্জুরিপ্রাপ্ত বর্তমানে বিলুপ্ত ১৬ হাজারের অধিক স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা সহজ শর্তে পুনরুজ্জীবিত করা: ৯. বেসরকারি প্রাথমিক ও এনজিও স্কুলের মতো কোড নম্বর দিয়ে স্বনামে পরীক্ষা দেওয়ার সুযোগ ও বিনামূল্যের বই বিতরণ; ১০. প্রাক-প্রাথমিকের মতো প্রাক-ইবতেদায়ি শ্রেণি চালু করা এবং ১১.প্রাথমিকের ন্যায় অবকাঠামো ও শিক্ষা উপকরণ সরবরাহ নিশ্চিত করা।

এ সম্পর্কিত আরও পড়ুন ইবতেদায়ি | মাদ্রাসা | জাতীয়করণসহ | ১১ | দাবি | শিক্ষকদের