আর্কাইভ থেকে বাংলাদেশ

রামেক হাসপাতালের ২৪ ঘন্টায় করোনায় শনাক্ত বেড়েছে তিন গুণ, মৃত্যু ১

রামেক হাসপাতালের ২৪ ঘন্টায় করোনায় শনাক্ত বেড়েছে তিন গুণ, মৃত্যু ১

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল করোনা ইউনিটে গেল ২৪ ঘণ্টায় করোনায় উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। 

গতকাল রোববার (১৬ জানুয়ারি) সকাল ৮ টা থেকে সোমবার (১৭ জানুয়ারি) সকাল ৮টার মধ্যে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউতে) তার মৃত্যু হয়। মারা যাওয়া ওই রোগীর বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে হবে। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা।

এর আগে, রোববার (১৬ জানুয়ারি) রামেক হাসপাতালের আরটি-পিসিআর ল্যাবে ৮৯ করোনার নমুনা পরীক্ষা হয়। এতে ৪৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। একই দিনে রাজশাহী মেডিকেল কলেজের ল্যাবে ১৪৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন শনাক্ত হওয়া সব করোনা রোগীই রাজশাহীর। এখন নমুনা পরীক্ষার অনুপাতে রাজশাহীতে করোনা শনাক্তের হার ৩৩ দশমিক ১৯ শতাংশে দাঁড়িয়েছে। যা গতকাল শনাক্তের হার ছিল ৯ দশমিক ৬৫ শতাংশ।

এদিকে, হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় নতুন ২ জন রোগী ভর্তি হয়েছে। এদিন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে গেছেন ৪ জন।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টার মধ্যে রামেক হাসপাতালে করোনায় এক নারী রোগীর মৃত্যু হয়েছে। হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ৬জন। উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ২০ জন। এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়নি এমন রোগী ভর্তি রয়েছে ৬ জন।

১০৪ শয্যার রামেক হাসপাতালের করোনা ইউনিটে গতকাল রোববার (১৫ জানুয়ারি) সকাল ৮টা পর্যন্ত রোগী ভর্তি ছিলো ৩১ জন। বর্তমানে রোগী ভর্তি রয়েছে ৩৩ জন। তারমধ্যে রাজশাহীর ২০ জন, চাঁপাইনবাবগঞ্জের ২ জন, নওগাঁর ৬ জন, নাটোরের ১ জন, পাবনা ৩ জন ও কুষ্টিয়ার ১ জন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

মুক্তা মাহমুদ 

এ সম্পর্কিত আরও পড়ুন রামেক | হাসপাতালের | ২৪ | ঘন্টায় | করোনায় | শনাক্ত | বেড়েছে | তিন | গুণ | মৃত্যু | ১