আর্কাইভ থেকে জাতীয়

হিরো আলমের ওপর হামলা ‘আতঙ্কের বার্তা’: অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল

হিরো আলমের ওপর হামলা ‘আতঙ্কের বার্তা’: অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
সদ্য সমাপ্ত ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। মঙ্গলবার (১৮ জুলাই) এক টুইটবার্তায় এই নিন্দা জানায় সংস্থাটি। টুইট বার্তায় বলা হয়, ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এ ধরনের হামলা আতঙ্কের বার্তাই দিচ্ছে। কর্তৃপক্ষকে অবশ্যই এ হামলার ঘটনায় তাৎক্ষণিক ও নিরপেক্ষ তদন্ত এবং অপরাধীদের জবাবদিহির আওতায় নিয়ে আসতে হবে। সর্বদা মানবাধিকারের প্রতি সম্মান দেখাতে হবে, বিশেষ করে নির্বাচনের সময় ও পরে। এর আগে হিরো আলমের ওপর হামলার ঘটনায় উদ্বেগ জানিয়ে টুইট করেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। টুইট বার্তায় তিনি লিখেন, ঢাকা-১৭ আসনের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলমের ওপর হামলার ঘটনায় উদ্বিগ্ন বাংলাদেশে জাতিসংঘের কার্যালয়। সহিংসতা ছাড়া নির্বাচনে অংশগ্রহণের জন্য সবার মৌলিক মানবাধিকার নিশ্চিত ও সুরক্ষিত করতে হবে।   এসি

এ সম্পর্কিত আরও পড়ুন হিরো | আলমের | ওপর | হামলা | আতঙ্কের | বার্তা | অ্যামনেস্টি | ইন্টারন্যাশনাল