আর্কাইভ থেকে দেশজুড়ে

পদযাত্রার নামে ‘বিএনপির সন্ত্রাস-নৈরাজ্যের’ বিরুদ্ধে শিক্ষার্থীদের মানববন্ধন

পদযাত্রার নামে ‘বিএনপির সন্ত্রাস-নৈরাজ্যের’ বিরুদ্ধে শিক্ষার্থীদের মানববন্ধন
বগুড়ায় বিএনপির পদযাত্রা কর্মসূচির নামে সন্ত্রাস-নৈরাজ্যে এক শিক্ষার্থীরা আহত হওয়ায় এর প্রতিবাদ ও মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা। এসময় তারা এ ধরণের হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ এবং এর থেকে রক্ষা পেতে দ্রুত হামলাকারীদের শাস্তি আওতায় আনার দাবি জানায়। বুধবার (১৯ জুলাই) ইয়াকুবিয়া স্কুলের শিক্ষার্থী আহত হওয়ার প্রতিবাদে সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ, সরকারি শাহ সুলতান কলেজ এবং বগুড়া সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীরা ওই চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধনে উপস্থিত এক ছাত্রী বলেন, গতকাল যেভাবে আমাদের ওপর হামলা হয়েছে তা যেন আর না হয়। যে রাজনৈতিক দলই হোক না কেনো, নেক্কার জনক এরকম ঘটনা যেন পুনিরাবৃত্তি না হয়। অপর এক শিক্ষার্থী বলেন, রাজনৈতিক সহিংসতা, সংঘর্ষ যেটাই হোক না কেনো। আমরা সাধারণ শিক্ষার্থী, বিশেষত স্কুলে শিশুরাও রয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান এলাকায় এমন সহিংসতার মাধ্যমে কোনো শিক্ষার্থীর ওপর যেনো হামলা না হয়। এটাই সকল রাজনৈতিক দলের কাছে আবেদন। সরকারি শাহ সুলতান কলেজের এক শিক্ষার্থী বলেন, আমরা শিক্ষার সুষ্ঠু পরিবেশ চাই। এমন রাজনৈতিক অস্থিরতা যেনো শিক্ষার্থীদের সামনে না আসে। শিক্ষার্থীরা চায় শিক্ষার পরিবেশ। শান্তিপূর্ণ পরিবেশ। গতদিন যা হয়েছে তা কোনভাবেই কাম্য নয়। বগুড়া সরকারের কলেজের এক সাধারণ শিক্ষার্থী বলেন,  বিএনপির পদযাত্রা কর্মসূচির পর আমরা জানতে পারি ইয়াকুবিয়া স্কুল শিক্ষার্থীদের ওপর হামলা ও আহত হবার কথা। এটি কোন রাজনৈতিক দলের কাছেই কাম্য নয়। এর আগে মঙ্গলবার (১৮ জুলাই) একদফা এক দাবি নিয়ে বগুড়ায় বিএনপির পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষ হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন পদযাত্রার | নামে | বিএনপির | সন্ত্রাসনৈরাজ্যের | বিরুদ্ধে | শিক্ষার্থীদের | মানববন্ধন