‘পুষ্পা দ্য রাইজ’ (Pushpa: The Rise) চলচ্চিত্রের পর্দায় খোলামেলা অবতারে সহজেই তাক লাগিয়েছেন সামান্থা রুথ প্রভু।
২০২১ সালের ১৭ ডিসেম্বর মুক্তি প্রাপ্ত ছবিতে প্রথমবারের মতো আইটেম ড্যান্স করলেন তিনি। প্রথম আইটেম নাম্বারেই ‘ও বোলে গা ইয়্যা ও ও বোলে গা (Oo Bolega Ya Oo Oo Bolega’ রীতিমত সাড়া ফেলে দিয়েছেন সামান্থা । কিন্তু জানেন কি মাত্র মিনিট তিনেকের নাচের জন্য কত টাকা পারিশ্রমিক নিয়েছিলেন অভিনেত্রী, শুনলে চোখ কপালে উঠে যাবে। চলচ্চিত্র অঙ্গনে গুঞ্জন ছিল, পর্দায় এই আইটেম গান ফুটিয়ে তুলতে দেড় কোটি টাকা চেয়েছিলেন সামান্থা। তবে 'পুষ্পা'র গানটির জন্য পাঁচ কোটি টাকা পেয়েছেন এ অভিনেত্রী।
তবে কানাঘুষোয় শোনা যায়, পাঁচ কোটিতে রাজি ছিলেন না অভিনেত্রী। শেষ পর্যন্ত আল্লু অর্জুনই নাকি রাজি করান সামান্থাকে, চলচ্চিত্র সূত্র মারফৎ এমন তথ্যই মিলেছে। নানা বিষয়ে চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছেন সামান্থা । নাগা চৈতন্যের সঙ্গে বিবাহ বিচ্ছেদ থেকে শুরু করে বলিউডে একের পর এক সব চলচ্চিত্রে শরীরী শিহরণ ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়।
মাত্র দুই সপ্তাহেই সিনেমা হল থেকে ‘পুষ্পা দ্য রাইজের’ চলচ্চিত্রের আয় ছিল প্রায় ৩০০ কোটির কাছাকাছি। হিন্দি ভাষাতে প্রায় ৭৫ কোটি টাকার কাছাকাছি ব্যবসা করে এই চলচ্চিত্র। এবার ১৪ জানুয়ারি থেকে অ্যামাজন প্রাইমে হিন্দিতে দেখা যাচ্ছে চলচ্চিত্রটি।
অনন্যা চৈতী