১৫ হাজার বেতনে পল্লী বিদ্যুৎ সমিতিতে নিয়োগ, মিটার রিডারের কাজ
মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতিতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটিতে একটি পদে ৪৫ জনকে নিয়োগ দেওয়া হবে। জেলাটির স্থায়ী বাসিন্দারা অনলাইনের মাধ্যমে এ পদের জন্য আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: পল্লী বিদ্যুৎ সমিতি, মৌলভীবাজার
চাকরির ধরন: সরকারি চাকরি
প্রকাশের তারিখ: ২৩ জুলাই ২০২৩
পদ ও লোকবল: ১টি ও ৪৫ জন
আবেদন করার মাধ্যম: অনলাইন
আবেদন শুরুর তারিখ: ২৭ জুলাই ২০২৩
আবেদনের শেষ তারিখ: ১৭ আগস্ট ২০২৩
অফিশিয়াল ওয়েবসাইট: https://pbs.moulvibazar.gov.bd/
আবেদন করার লিংক: অফিশিয়াল নোটিশের নিচে
পদের নাম: মিটার রিডার। পদ সংখ্যা: ৪৫টি। শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রার্থীকে অবশ্যই গাণিতিক যোগ, বিয়োগ, গুন ও ভাগ করার দক্ষতা থাকতে হবে এবং হাতের লেখা সুন্দর হতে হবে।
কাজের ধরন: গ্রাম-গঞ্জের প্রত্যন্ত এলাকায় গিয়ে রিডিং গ্রহণ এবং বিল বিতরণের কাজ করার মানসিকতা থাকতে হবে। পবিসের লক্ষ্য ও কর্মসূচি সম্পর্কে গ্রাহককে অবহিত করতে হবে।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক। বয়সসীমা: ২৭ জুলাই তারিখে প্রার্থীর বয়সসীমা ১৮-২৫ বছরের মধ্যে হতে হবে।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা: প্রার্থীকে অবশ্যই সৎ, বিশ্বস্ত, উত্তম চরিত্র, ভালো ব্যক্তি সম্পন্ন, সুন্দর ও সুঠাম দেহের অধিকারী হতে হবে। বাই-সাইকেল চালনায় পারদর্শী হতে হবে এবং অবশ্যই নিজস্ব বাই-সাইকেল থাকতে হবে।
জামানত: নিরাপত্তা জামানত হিসেবে পবিসের ক্যাশ শাখায় ১০ হাজার টাকা জমা প্রদানের সামর্থ্য থাকতে হবে।
বেতন: মূল বেতন ১৪,৭০০ টাকা। এছাড়া অন্যান্য ভাতাদি নিয়মানুযায়ী প্রদান করা হবে।
আবেদন পদ্ধতি: আগামী ২৭ জুলাই থেকে আবেদন শুরু হবে। প্রার্থীকে সমিতির এ http://pbsmou.teletalk.com.bd/ ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ১৭ আগস্ট, ২০২৩।