আর্কাইভ থেকে বাংলাদেশ

তিউনিশিয়া উপকূলে নৌকা ডুবে ১১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

তিউনিশিয়া উপকূলে নৌকা ডুবে ১১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

উত্তর আফ্রিকার দেশ তিউনিশিয়ার উপকূল থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার পথে নৌকা ডুবে ১১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে।

রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র জানিয়েছেন, তিউনিশিয়ার কোস্টগার্ড বাহনী ডুবন্ত ও নৌকা থেকে ২১ জনকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। মৃতদের মধ্যে ৫ জনের মরদেহও উদ্ধার করা হয়েছে।

ভূমধ্যসাগরের এক তীরে এশিয়া ও আফ্রিকা, অপর তীরে ইউরোপ। গত কয়েক বছর ধরে উপকূলবর্তী লিবিয়া ও তিউনিশিয়া থেকে সাগরপথে অবৈধভাবে ইউরোপের ইতালি বা স্পেনে যাওয়ার প্রবণতা ব্যাপকভাবে বেড়েছে এশিয়া, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের অভিবাসনপ্রত্যাশীদের।

কোনো বৈধ কাগজপত্র না থাকায় দালালদের মাধ্যমে সাগরপাড়ি দেওয়ার এই বিপদসঙ্কুল পথ বেছে নিতে বাধ্য হন এসব অভিবাসনপ্রত্যাশীরা। যাত্রাপথে খারাপ আবহাওয়া, ও ইঞ্জিন বিকল বা নৌকা ফুটো হয়ে মৃত্যুর ঘটনাও খুবই স্বাভাবিক ব্যাপার।

তিউনিশিয়া উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী বেশ কয়েকটি নৌকা ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে; আর এতে ‍মৃত্যু হয়েছে শতাধিক অভিবাসনপ্রত্যাশীর।

 

 এসআই/

এ সম্পর্কিত আরও পড়ুন তিউনিশিয়া | উপকূলে | নৌকা | ডুবে | ১১ | অভিবাসনপ্রত্যাশীর | মৃত্যু