আর্কাইভ থেকে বাংলাদেশ

৯০ দশক কাঁপানো গায়ক মিট লোফ আর নেই

৯০ দশক কাঁপানো গায়ক মিট লোফ আর নেই

কিংবদন্তি আমেরিকান গায়ক মিট লৌফ আর নেই। ৭৪ বছর বয়সে বিশ্বের অন্যতম জনপ্রিয় এই মার্কিন গায়ক মারা যান বলে ফেসবুক বার্তায় নিশ্চিত করেছে তার পরিবার। সর্বকালের সর্বোচ্চ বিক্রির তালিকায় রয়েছে তার ‘ব্যাট আউট অব হেল’ অ্যালবাম।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ওই ফেসবুক বার্তায় বলা হয়, দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে জানাতে হচ্ছে যে- অতুলনীয় গায়ক মিট লোফ আজ রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুর সময় তার পাশে স্ত্রী দেবরাহ উপস্থিত ছিলেন। 

গত ২৪ ঘণ্টা ধরে তার দুই মেয়ে পার্ল ও আমান্ডা এবং প্রিয় বন্ধুরাও তার পাশে উপস্থিত ছিল বলেও উল্লেখ করা হয়েছে ওই ফেসবুক বার্তায়।

মিট লোফের আসল নাম মাইকেল লি অ্যাডে। জন্মগ্রহণ করেন টেক্সাসের ডালাসে। ১৯৪৭ সালে জন্ম নেয়া এই গায়কের ব্যাট আউট অব হেল ট্রিলজি বিশ্বজুড়ে জনপ্রিয়। সারা বিশ্বে এই তারকার লাখ লাখ অ্যালবাম বিক্রি হয়েছে।

এ ছাড়া তিনি ফাইট ক্লাব, রকি হরর পিকচার শো এবং ওয়েন’স ওয়ার্ল্ডসহ বেশ কিছু চলচ্চিত্রেও ছিলেন। ১৯৯৩ সালে গ্র্যামি অ্যাওয়ার্ড জেতেন এই গায়ক।

বছরের পর বছর ধরে আঘাতপ্রাপ্ত অসুস্থতার সঙ্গে লড়াই করে আসছিলেন এই গায়ক। ১৯৭৮ সালে তিনি অটোয়াতে একটি মঞ্চ থেকে লাফ দিয়ে তার পা ভেঙে ফেলেন। সেই সফর হুইলচেয়ারে শেষ হয় তার। ২০১১ সালে পিটসবার্গে পারফর্ম করার সময় তিনি মঞ্চে অজ্ঞান হয়ে পড়েন তিনি। 

২০১৬ সালেও কানাডায় একটি কনসার্টে পারফর্ম করার সময় মঞ্চে পড়ে যান তিনি। এরপর ২০১৯ সালে এক সাক্ষাৎকার অনুষ্ঠানে মঞ্চ থেকে পড়ে তার গলার নিচের হাড় ভেঙে যায়।  

সূত্র: ইউএসএ টুডে

এস

এ সম্পর্কিত আরও পড়ুন ৯০ | দশক | কাঁপানো | গায়ক | মিট | লোফ | আর | নেই