আইন-বিচার

হত্যা মামলায় অভিনেতা সিদ্দিকের ৩ দিনের রিমান্ড মঞ্জুর

ছবি: সংগৃহীত ফাইল ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর গুলশানে ফার্নিচার দোকানের কর্মচারী পারভেজ বেপারী হত্যা মামলায় অভিনেতা সিদ্দিকুর রহমানের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (৩ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) মো. জিয়াদুর রহমানের আদালত রাষ্ট্র ও আসামিপক্ষের শুনানি শেষে এ আদেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক (এসআই) সামিউল ইসলাম সিদ্দিকের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। 

রিমান্ড আবেদনে বলা হয়, সিদ্দিক পরিকল্পিতভাবে শাহজাদপুরের সুবাস্তু নগরভ্যালির এলাকায় উপস্থিত থেকে অর্থের যোগান দিয়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতাকে নিবৃত্ত করার জন্য এ ঘটনা ঘটায়। অভিযোগে বলা হয়েছে, এজাহারনামীয় ২২৩ নম্বর আসামি হওয়ায় তার নেতৃত্বে এ মামলার ঘটনা ঘটে বলে জানা যায়। সুষ্ঠু তদন্তের জন্য তার জিজ্ঞাসাবাদ প্রয়োজন, যাতে পলাতক আসামিদের ধরার অভিযান, ঘটনার অর্থযোগানকারী ও পরিকল্পনাকারীদের সনাক্তকরণ, নেতৃত্বদানকারীদের তথ্য সংগ্রহ এবং অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়।

মামলার বিবরণে জানা যায়, গত বছরের ১৯ জুলাই গুলশানের সুবাস্তু টাওয়ারের সামনে পারভেজ বেপারী বন্ধুদের সঙ্গে আন্দোলনে অংশ নেন। জুমার নামাজের পর আসামিদের গুলিতে আহত হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পারভেজের বাবা মো. সবুজ গুলশান থানায় মামলা দায়ের করেন।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #্সিদ্দিক #সিদ্দিক #অভিনেতা সিদ্দিক #সিদ্দিকুর রহমান #রিমান্ড