আর্কাইভ থেকে বাংলাদেশ

নির্বাচন কমিশন নিয়োগ আইনের খসড়ায় অসঙ্গতি রয়েছে : সাবেক সিইসি

নির্বাচন কমিশন নিয়োগ আইনের খসড়ায় অসঙ্গতি রয়েছে : সাবেক সিইসি

নির্বাচন কমিশন নিয়োগ আইনের খসড়ায় অসঙ্গতি রয়েছে। তাড়াহুড়ো করে আইন তৈরীর প্রয়োজিন নেই। বললেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার (: সাবেক সিইসি) এটিএম শামসুল হুদা।

আজ শনিবার (২২ জানুয়ারি) ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনে রাজনৈতিক দলেরর সদ্চ্ছিা নিয়ে ছায়া সংসদ বিতর্ক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সাবেক প্রধান নির্বাচন কমিশনার বলেন, আইনের খসড়া জনগণের সামনে প্রকাশ করতে হবে। দলীয় স্বার্থ বিবেচনায় কমিশনার নিয়োগ দিলে নিরেপক্ষ হবেনা।

তিনি বলেন, ইসি নিয়োগের খসড়া আইনটির অনুলিপি কোথায় আছে, এখনও তা কেউ বলতে পারছে না। যা জানার অধিকার জনগণের রয়েছে। অংশীজন, রাজনৈতিক দল ও নাগরিক সমাজের যাচাই-বাছাই ও মতামত ছাড়া আইনটি পাস হলে এর গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হবে।

আইন তৈরীতে রাজনৈতিক দল, জনগণ ও সুশীল সমাজের মত উপেক্ষা না করা, নির্বাচন কমিশনের কাজের জবাবদিহীতাসহ ৬ দফা সুপারিশ তুলে ধরেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

এ সম্পর্কিত আরও পড়ুন নির্বাচন | কমিশন | নিয়োগ | আইনের | খসড়ায় | অসঙ্গতি | রয়েছে | | সাবেক | সিইসি