আর্কাইভ থেকে বাংলাদেশ

মেডিকেল কলেজ খোলা না বন্ধ, যা জানালেন ডিজি

মেডিকেল কলেজ খোলা না বন্ধ, যা জানালেন ডিজি

দেশে করোনা সংক্রমণ বাড়তে থাকায় স্কুল-কলেজ ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরপরই বিশ্ববিদ্যালয়গুলোও সশরীরে ক্লাস বন্ধ করে অনলাইন ক্লাস চালু রাখার বিষয়ে নির্দেশনা দিয়েছে। তবে মেডিকেল কলেজগুলোর বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।  

আগামীকাল রোববার (২৩ জানুয়ারি) এ বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসছে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ। ওই বৈঠকেই চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে, মেডিকেল কলেজগুলো বন্ধ হবে নাকি খোলা থাকবে। এ তথ্য জানালেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বলেন, প্রজ্ঞাপন যেহেতু হয়েছে, হয়ে গেছে, আমাদেরও সিদ্ধান্ত নিতে হবে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত নেবো।

এ সম্পর্কিত আরও পড়ুন মেডিকেল | কলেজ | খোলা | বন্ধ | জানালেন | ডিজি