আর্কাইভ থেকে বাংলাদেশ

সহজ ম্যাচ কঠিন করে জিতলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স

সহজ ম্যাচ কঠিন করে জিতলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স

বাংলাদেশ প্রিমিয়ারি লিগের (বিপিএল) নিজেদের প্রথম ম্যাচে সিলেট সানরাইজার্সকে ২ উইকেট হারিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। 

মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন দলটির অধিনায়ক ইমরুল কায়েস। প্রতিপক্ষকে মাত্র ৯৬ রানে গুটিয়ে দেয় তারা।  কুমিল্লার তিন লোকাল বোলার নাহিদুল ইসলাম-মুস্তাফিজুর রহমান এবং শহীদুল ইসলাম নেন দুইটি করে উইকেট। ১৯ ওভার এক বলে থামে সিলেটের ইনিংস। 

সিলেটের হয়ে সর্বোচ্চ ২০ রান করেন কলিন ইনগ্রাম। রবি বোপারা ১৭ এবং একসময়কার জাতীয় দলের অলরাউন্ডার সোহাগ গাজী করেন ১২ রান। বাকি সাত ব্যাটারের কেউই দুই অঙ্কের কোটা পার করতে পারেনি। 

জবাবে সহজ জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ১৩ রানে সাজঘরে ফেরেন দলটির সবচেয়ে দামী বিদেশি ব্যাটার ফাফ ডু প্লেসি। ব্যক্তিগত ২ রান করেন তিনি। দারুণ খেলা ক্যামেরুন ডেলপোর্ট ফেরেন ১৬ রান করে। তাকে ফেরান সোহাগ গাজী। ব্যক্তিগত ১৫ রানের বেশি করতে পারেন নি মুমিনুল হকও। তাকে শিকার করেন মোসাদ্দেক হোসেন সৈকত।  

ইমরুল ১০ আর আরিফুল ফেরেন চার রান করে। ১৮ রান করে ভালোভাবেই হাল ধরেন কারিম জানাত। কিন্ত এবার তাসকিন আহমেদের বলে আউট হোন কারিম। ১৩ বলে ১৮ রান করেন তিনি। তবে শেষটায় আর কোনো অঘটন ঘটতে দেয়নি কুমিল্লার দুই ব্যাটার মাহিদুল ইসলাম এবং তানভীর ইসলাম।  

৮ বল বাকি থাকতে ৮ উইকেট হারিয়ে জয় তুলে নেয় ভিক্টোরিয়ান্স।       

কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ :  

ইমরুল কায়েস (অধিনায়ক), ফাফ ডু প্লেসি, মুমিনুল হক, আরিফুল হক, মাহিদুল ইসলাম আঙ্কন (উইকেটরক্ষক), শহিদুল ইসলাম, নাহিদুল ইসলাম, তানভীর ইসলাম, সিএস ডেলপোর্ট, করিম জানাত, মুস্তাফিজুর রহমান। 

সিলেট সানরাইজার্স একাদশ : 

মোসাদ্দেক হোসেন (অধিনায়ক), মোহাম্মদ মিঠুন, সিএ ইনগ্রাম, আনামুল হক (উইকেটরক্ষক), নাজমুল ইসলাম, আরএস বোপারা, সোহাগ গাজী, অলোক কাপালি, কেওকে উইলিয়ামস, মুক্তার আলী, তাসকিন আহমেদ। 

এদিকে দিনের আরেক ম্যাচে, মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও মিনিস্টার গ্রুপ ঢাকা।  জয় দিয়ে বিপিএল ক্রিকেটের অষ্টম আসর শুরু করেছে ফরচুন বরিশাল। এই ম্যাচেও জয়ের ধারা ধরে রাখতে চায় তারা। আর মিনিস্টার গ্রুপ ঢাকা প্রমাণ দিতে চায় নিজেদের সামর্থের। বিকাল সাড়ে পাঁচটায় শুরু হবে খেলা। 

হাসিব মোহাম্মদ

এ সম্পর্কিত আরও পড়ুন সহজ | ম্যাচ | কঠিন | করে | জিতলো | কুমিল্লা | ভিক্টোরিয়ান্স