ভারত কাউকে ভয় করে না, তবে সবাইকে সম্মান করে। বাংলাদেশের বিপক্ষে সিরিজ শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে এমন কথা বললেন ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর।
বুধবার (১৭ সেপ্টেম্বর) চেন্নাই টেস্ট সামনে রেখে সংবাদ সম্মেলনে আসেন গম্ভীর।
বৃহস্পতিবার এম. চিদাম্বরম এর মাঠে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। সম্প্রতি পাকিস্তানকে টেস্ট সিরিজ হারিয়ে এসেছে বাংলাদেশ। এই দলকে কিছুটা আলাদাভাবে ভাবতে হচ্ছে প্রতিপক্ষকে, সে ব্যাপারে না বললেও। ভারত বলেই নির্ভার হওয়ার কোনো সুযোগ এবার অন্তত নেই।
গণমাধ্যমের সামনে গম্ভীর বলেন, ‘আমি এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমরা কাউকে ভয় পাই না। তবে সবাইকে সম্মান করি। এটা বাংলাদেশের সাথেও একইরকম। আমরা প্রতিপক্ষের দিকে তাকাচ্ছি না, আমরা যে খেলাটা জানি তাই খেলে যাব।‘
পাকিস্তানের বিপক্ষে সিরিজ জেতায় বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন গম্ভীর। পাশাপাশি মনে করিয়ে দিয়েছেন ভারতের বিপক্ষে এটা নতুন এক সিরিজ।
গম্ভীর বলেন, ‘আমি তাদের (বাংলাদেশ) অভিনন্দন জানাই, তারা পাকিস্তানে যা করেছে সেটার জন্য। কিন্তু এটা নতুন এক সিরিজ এবং তারা ভালো দল। আমরা ভালো ক্রিকেট খেলতে চাই। হ্যাঁ তাদের অভিজ্ঞতাসম্পন্ন সাকিব, মুশফিকুর ও মিরাজ আছে কিন্তু আমরা প্রথম বল থেকেই চালকের আসনে থাকতে চাই।‘
এম এইচ//