ক্রিকেট

ভারতের কোচ হতে আগ্রহী সৌরভ গাঙ্গুলি

ভারতীয় দলের কোচ হতে আগ্রহী সৌরভ গাঙ্গুলি। সুযোগ পেলে  দায়িত্ব নিতে চান তিনি।  যদিও বর্তমান কোচ গৌতম গম্ভীরের ওপর আস্থা রয়েছে সৌরভের। 

সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে সৌরভ জানিয়েছেন, অবসর নেওয়ার পর কিছু দায়িত্ব পালন করেছি। সিএবির সভাপতি হয়েছি। বিসিসিআই সভাপতি হয়েছি। তখন সময় পাইনি। জানি না ভবিষ্যতে কী হবে। আমার বয়স এখন ৫০। আমি কোচিংয়ের জন্য প্রস্তুত। দেখা যাক কী হয়।

নিজে আগ্রহী হলেও এখনই গম্ভীরকে দায়িত্ব থেকে সরানোর পক্ষে নন সৌরভ। তিনি বলেছেন, ও ভালই কাজ করছে। শুরুটা হয়তো দারুণ হয়নি। অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের কাছে সিরিজ হারতে হয়েছে। তবে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে। এখন ইংল্যান্ড সিরিজ চলছে। এই সিরিজটা গম্ভীরের জন্য খুব গুরুত্বপূর্ণ।

 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #সৌরভ