ভারতীয় পেসার মোহাম্মদ শামিকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। পাশাপাশি দাবি করা হয়েছে ১ কোটি মুক্তিপণ। এই ঘটনায় দেশটির উত্তর প্রদেশের আমরোহা জেলার সাইবার ক্রাইম থানায় একটি এফআইআর দায়ের হয়েছে।
এফআইআর এ উল্লেখ করা হয়েছে, 'রাজপুত সিন্দর' নামের এক ব্যক্তি ই-মেইলের মাধ্যমে শামিকে হত্যার হুমকি দেন এবং মুক্তিপণ হিসেবে এক কোটি রুপি দাবি করেন।
এরমধ্যে এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। আমরোহার পুলিশ সুপার জানিয়েছেন, ইন্ডিয়ান পেনাল কোড ২০২৩-এর ৩০৮(৪) ধারা এবং তথ্য প্রযুক্তি আইন ২০০৮-এর ৬৬ডি ও ৬৬ই ধারায় মামলা রুজু করা হয়েছে।
এর আগে ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীরকেও একইরকম হুমকি দেওয়া হয়েছিল।
চলতি আইপিএলে খুব একটা সুবিধা করতে পারছেন না শামি। তিনি ৯ ম্যাচ খেলে সংগ্রহ করেছেন ৬ উইকেট।
এমএইচ//