খেলাধুলা

রোহিত-কোহলির অবসর প্রশ্ন নিয়ে গম্ভীরের উত্তর

স্পোর্টস ডেস্ক

ছবি: ফাইল

ভারতের টেস্ট দলে রোহিত শর্মা ও ভিরাট কোহলির ভবিষ্যৎ কেমন হবে, তা নিয়ে প্রশ্ন উঠছে বারবার। বোর্ডার-গাভাস্কার ট্রফিতে এই প্রশ্ন আরও দৃঢ় হয়ে দেখা দিয়েছে। এমনকি সিরিজের শেষ টেস্টে রোহিত শর্মাকে বিশ্রাম দেয়া হয়। মূলত ব্যাটে রান পাচ্ছিলেন না, তাই একাদশে রাখা হয়নি তাকে। অনেকে রোহিতের শেষও দেখে ফেলেছিলেন এতে।

এসব নিয়ে কথা বলেছেন ভারতীয় কোচ গৌতম গম্ভীর। সংবাদ সম্মেলনে এসে গম্ভীর বলেন, ‘আমি কোনো খেলোয়াড়ের ভবিষ্যৎ নিয়ে বলতে পারি না।‘

‘এটা তাদের ওপরও নির্ভর করে। কিন্তু, হ্যাঁ, আমি যা বলতে পারি তাদের এখনো ক্ষুধা আছে। তাদের সেই তাড়না আছে। তারা অনেক কঠিন লোক। আশা করা যায়, ভারতের ক্রিকেটকে সামনে নিতে তারা চালিয়ে যাবে। তবে এটাই যে, তারা যাই পরিকল্পনা করুক, তা ভারতীয় ক্রিকেটের প্রয়োজন দেখেই করবে।‘

শেষ আট ম্যাচে ১০.৯৩ গড়ে ব্যাট করেছেন রোহিত, যেখানে একটি মাত্র পঞ্চাশের ওপরে ইনিংস ছিল। কোহলির অফ-স্ট্যাম্পের বাইরের বল খেলতে যে সমস্যা হচ্ছে, তা এখনো কাটেনি। বোর্ডার-গাভাস্কার ট্রফিতে কোহলিকে এভাবে আউট হতে দেখা গেছে।

এই দুই ব্যাটারের কাছে ভারতের যে আশা, তা পূরণ হচ্ছে না। তাই তাদের ঘিরে প্রশ্ন উঠছে বারবার।

এম এইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন ভারত | অস্ট্রেলিয়া | রোহিত শর্মা | ভিরাট কোহলি