আর্কাইভ থেকে বাংলাদেশ

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছো মুজিব হাসপাতালে আল্ট্রাসাউন্ড মেশিন অনুদান

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছো মুজিব হাসপাতালে আল্ট্রাসাউন্ড মেশিন অনুদান

বাংলাদেশ এসোশিয়েশন ফর জার্মানী বঙ্গবন্ধু শেখ মুজিব মেমোরিয়াল ট্রাস্টের মাধ্যমে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছো মুজিব হাসপাতাল ও নার্সিং কলেজে একটি আল্ট্রাসাউন্ড মেশিন অনুদান হিসেবে দিয়েছে।

শনিবার (২২ জানুয়ারী) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল হাসপাতাল ও নার্সিং কলেজ কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাশুরা হোসেনের কাছে মেশিনটি হস্তান্তর করেন ‘বাংলাদেশ এসোশিয়েশন ফর জার্মানী’র সভাপতি হাসনাত মিয়া। এসময় হাসপাতাল ও নার্সিং কলেজের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

হস্তান্তর করা মেশিনটি মেডিকেল ও নার্সিং কলেজের রোগীদের সেবায় ব্যবহার করা হবে।

২০১৭ সালেও ফর বাংলাদেশ অ্যাসোসিয়েশন, জার্মানি এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজ যৌথভাবে বিনামূল্যে নিউরো এবং প্লাস্টিক সার্জারি ক্যাম্পের আয়োজন করেছিলো। ওই আয়োজনে গরীব ও  সুবিধা বঞ্চিত রোগীরা চিকিৎসা সেবা পেয়েছিলেন।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন, জার্মানি ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজ ভবিষ্যতে আরো বিজ্ঞানসম্মত চিকিৎসা এবং মানবিক প্রচেষ্টায় সহযোগিতার উদ্যোগ নেবে বলে জানানো হয়েছে।  

 

'

এ সম্পর্কিত আরও পড়ুন বঙ্গমাতা | শেখ | ফজিলাতুন্নেছো | মুজিব | হাসপাতালে | আল্ট্রাসাউন্ড | মেশিন | অনুদান