আর্কাইভ থেকে আইন-বিচার

নড়াইলে অস্ত্র মামলায় একজনের যাবজ্জীবন

নড়াইলে অস্ত্র মামলায় একজনের যাবজ্জীবন

নড়াইলে অস্ত্র মামলায় মো. নাসির শেখ ওরফে গোফরান ওরফে দুর্জয় ওরফে রুবেল নামে একজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। তবে আসামি পলাতক রয়েছেন।

সোমবার (২৪ জানুয়ারি) সকালে নড়াইলের বিশেষ ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় দেন।

রায়ে আরও উল্লেখ করা হয়েছে, দন্ডপ্রাপ্ত নাসির আত্মসমর্পণ করলে বা আইন পয়োগকারী সংস্থার হাতে আটকের পর থেকে তার সাজা ভোগের ক্ষণ গণনা  শুরু হবে। পলাতক অবস্থায় তিনি সাজার বিরুদ্ধে অপিলের সুযোগ পাবেন না।

একই মামলায় মো. বায়েজিদ ও মফিজ সর্দার নামে অন্য দুইজনকে খালাস দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত ও খালাস পাওয়া ব্যক্তিরা যশোর অভয়নগর উপজেলার ধুলগ্রামের বাসিন্দা।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ৩ ডিসেম্বর পুলিশের অভিযানে নড়াইল শহেররর বওয়াখালী পাগলের বটতলা নামক স্থান থেকে ৭ রাউন্ড গুলি ভর্তি বিদেশি নাইন এমএম পিস্তলসহ ধরা পড়েন নাসির। এ ঘটনায় নাসিরের বিরুদ্ধে সদর থানায় অস্ত্র আইনে দায়ের হওয়া মামলার তদন্তকালে পুলিশ এতে বায়েজিদ ও মফিজ সর্দারের সম্পৃক্ততা পাওয়ায় তাদের অর্ন্তভুক্ত করে মোট তিনজনের বিরুদ্ধে ২০১৫ সালে ১১ জানুয়ারি আদালতে অভিযোগপত্র জমা দেয়।

দীর্ঘ শুনানি শেষে নাসিরের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন। অভিযোগ প্রমাণ না হওয়ায় বায়েজিদ ও মফিজকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। এই মামলায় জামিন নিয়ে পলাতক রয়েছেন নাসির।

মুক্তা মাহমুদ

এ সম্পর্কিত আরও পড়ুন নড়াইলে | অস্ত্র | মামলায় | একজনের | যাবজ্জীবন