আর্কাইভ থেকে বাংলাদেশ

তিন ম্যাচ খেলে ঢাকার প্রথম জয়

তিন ম্যাচ খেলে ঢাকার প্রথম জয়

তারকা বহুল ফ্রাঞ্চাইজি দল নিয়ে বেশ চমক দেখিয়েছিলো মিনিস্টার গ্রুপ ঢাকা। তারা। কিন্তু মাঠের পারফম্যান্সে ভালো করতে পারেনি দলটি। 

প্রথম দুই ম্যাচে হারের পর তৃতীয় ম্যাচে আজ সোমবার (২৪ জানুয়ারি) মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে ১৩০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২ ওভার ৪ বল হাতে রেখেই ৪ উইকেটের জয় তুলে নিয়েছে মিনিস্টার ঢাকা।

২৩ রানে চার উইকেট হারানো দলটির হাল ধরেন মাহমুদউল্লাহ। তার ৪৭ বলে ৪৭ রানের ঝলমলে ইনিংসে ভর করে জয় পায় ফ্রাঞ্চাইজিটি। শুভাগত হোম ২৯ আর শেষদিকে আন্দ্রে রাসেলের ১৫ বলে ৩১ রানের  অপরাজিত দূর্দান্ত ইনিংসে ৪ উইকেটের জয় তুলে নেয় মিনিস্টার ঢাকা। 

এরআগে, টি-টোয়েন্টির ফেরিওয়ালাদের নিয়ে সাজানো টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল ফরচুন বরিশালের ব্যাটাররা ঢাকার বিপক্ষে সুবিধা করতে পারে নি। গেইল-ব্রাভোর ব্যাটে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে বরিশালের সংগ্রহ ১২৯ রান। সর্বোচ্চ ৩৬ রান গেইলের, দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ রান ব্রাভোর। সাকিবে সংগ্রহ ছিলো ২৩ রান। 

ফরচুন বরিশাল একাদশ : 

নাজমুল হোসেন শান্ত, শৈকত আলী, সাকিব আল হাসান (অধিনায়ক), তৌহিদ হৃদয়, সিএইচ গেইল, ডিজে ব্রাভো, নুরুল হাসান (উইকেটরক্ষক), জিয়াউর রহমান, এএস জোসেফ, তাইজুল ইসলাম, শফিকুল ইসলাম

মিনিস্টার গ্রুপ ঢাকা একাদশ : 

তামিম ইকবাল, মোহাম্মদ শাহজাদ (উইকেটরক্ষক), জহুরুল ইসলাম, মোহাম্মদ নাইম, মাহমুদুল্লাহ (অধিনায়ক), এডি রাসেল, শুভাগত হোম, আমি উদানা, আরাফাত সানি, রুবেল হোসেন, হাসান মুরাদ

এদিকে, দিনের দ্বিতীয় ম্যাচে বিকেল সাড়ে ৫টায় লড়বে মুশফিকুর রহিমের খুলনা টাইগার্স ও মেহেদি মিরাজের চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। 

হাসিব মোহাম্মদ    

এ সম্পর্কিত আরও পড়ুন তিন | ম্যাচ | খেলে | ঢাকার | প্রথম | জয়