আর্কাইভ থেকে বাংলাদেশ

জমির অভাবে সীমান্তে বেড়া দেওয়া সম্ভব হয়নি: বিএসএফ আইজি

জমির অভাবে সীমান্তে বেড়া দেওয়া সম্ভব হয়নি: বিএসএফ আইজি

বেড়া না থাকায় ভারত-বাংলাদেশ সীমান্ত বিএসএফের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বললেন ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) দক্ষিণ বঙ্গ সীমান্তের মহাপরিদর্শক অনুরাগ গর্গ । আজ বুধবার (২৬ জানুয়ারি) দেশটির বার্তাসংস্থা এএনআইকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

গর্গ বলেন, পশ্চিমবঙ্গ বিশাল এলাকা। সুন্দরবন থেকে শুরু করে মালদা পর্যন্ত দক্ষিণ বঙ্গের সীমান্ত। সীমান্তে বেড়া নির্মাণের জন্য ১৫০ মিটার খোলামেলা জমি প্রয়োজন। কিন্তু জমির অভাবে বেড়া দেওয়া সম্ভব হয়নি। সীমান্তের আশপাশে গ্রামের পর গ্রাম আছে। বেড়া না থাকায় এটা বোঝাও মুশকিল যে, কে বাঙালি আর কে বাংলাদেশি।

তিনি আরও বলেন, এটি রাজ্য সরকারের জন্যও এক ধরনের চ্যালেঞ্জ। কারণ সীমান্তে বসবাসকারী লোকজন জমি অধিগ্রহণের অনুমতি দেয় না।

সীমান্তে যানবাহনের ভুয়া লাইসেন্স জব্দ করার বিষয়ে গর্গ বলেন, বিএসএফ এখন সীমান্ত এলাকায় আসা-যাওয়া করা পণ্যবাহী যানবাহনের লাইসেন্স যাচাই-বাছাই করছে।

অনন্যা চৈতী

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন জমির | অভাবে | সীমান্তে | বেড়া | দেওয়া | সম্ভব | হয়নি | বিএসএফ | আইজি