আর্কাইভ থেকে আওয়ামী লীগ

বিএনপি ডেঙ্গুর চেয়েও মারাত্মক : তথ্যমন্ত্রী

বিএনপি ডেঙ্গুর চেয়েও মারাত্মক : তথ্যমন্ত্রী
ডেঙ্গু মারাত্মক, তবে বিএনপি তার চেয়েও বেশি মারাত্মক। বললেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। শুক্রবার (৪ আগস্ট) রাজধানীর খামারবাড়ি চত্বরে কৃষক লীগের এডিস মশক নিধন ও সচেতনতা শীর্ষক কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ডেঙ্গু কামড়ায় আর বিএনপি জীবন্ত মানুষ পোড়ায়। বিএনপি জনগণের জন্য রাজনীতি করে না উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, তাদের (বিএনপি) রাজনীতি খালেদা জিয়া, তারেক জিয়া ও বেগম জিয়ার পরিবারের জন্য। বিএনপিকে লাঠিয়াল বাহিনী হিসেবে চায় খালেদা ও তারেক। সে কারণে কর্মসূচিতে তারা লাঠি নিয়ে হাজির হয়। তিনি বলেন, রাজনীতি একটি ব্রত। সে ব্রত নিয়েই চলে আওয়ামী লীগ। সে কারণেই যখন দেশে কোনো দুর্যোগ-দুর্বিপাক আসে, এ দল মানুষের পাশে দাঁড়ায়। বিরোধী দলে থাকলেও আমরা তাই করেছি। দলীয় নেত্রী আমাদের এ শিক্ষাই দিয়েছেন। করোনা মহামারির সময়েও মানুষের পাশে দাঁড়াতে গিয়ে আওয়ামী লীগের ৫ জন নেতা, মন্ত্রিপরিষদের একজন সদস্য আর দলের প্রায় এক হাজারের মতো নেতাকর্মী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। কোভিডের মতো ডেঙ্গুও নিয়ন্ত্রণ করতে পারবে সরকার। সে জন্য দরকার সামাজিক আন্দোলন, রাজনৈতিক কর্মসূচি। কিন্তু কোনো দল আজ পর্যন্ত ডেঙ্গু নিয়ন্ত্রণে কোনো কর্মসূচি নেয়নি, আওয়ামী লীগ নিয়েছে। কোভিডের সময় বিএনপি ফটোসেশন ছাড়া কিছু করেনি। বিএনপির কর্মসূচির প্রতি ইঙ্গিত করে আওয়ামী লীগের এ নেতা বলেন, ডেঙ্গু ভয়ংকর, তাই নিধন করতে হবে। বিএনপি আরও ভয়ংকর। সে কারণে বিএনপিকে প্রতিরোধ করতে হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন বিএনপি | ডেঙ্গুর | চেয়েও | মারাত্মক | | তথ্যমন্ত্রী