সাংবিধানিক ধারাবাহিকতাকে সমুন্নত রেখে গণতান্ত্রিক ধারাবাহিকতাকে এগিয়ে নিয়ে যেতে আওয়ামী লীগ কাজ করছে। এতে কেউ বাধা হলে প্রতিহত করা হবে। বললেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম।
আজ শুক্রবার (৪ আগস্ট) বেলা ১২টায় রাজধানীর কলাবাগান ক্রীড়াচক্র মাঠে আয়োজিত পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
নাছিম বলেন, সাংবিধানিক ধারাবাহিকতাকে সমুন্নত রেখে গণতান্ত্রিক ধারাবাহিকতাকে এগিয়ে নিয়ে যাবো। এখানে যারাই বাধা হবে, ধ্বংসাত্মক রাজনীতি করবে, সন্ত্রাসী রাজনীতি করবে, তারা যারাই হোক সেই বিএনপি-জামাতকে আমরা প্রতিহত করব।
তিনি বলেন, শোকের মাসে শোককে শক্তিতে রূপান্তর করে আমরা দেশের মানুষের পাশে দাঁড়াতে চাই। ডেঙ্গু প্রতিরোধ, সচেতনতার জন্য, কীভাবে দেশের মানুষ রক্ষা পেতে পারে, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে বিষয়ে যে নির্দেশনা দিয়েছেন- তা বাস্তবায়নে আওয়ামী লীগ নেতাকর্মীরা কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আজকের এই আয়োজন। যে হারে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে তাতে নারীদের মৃত্যুর হার বেশি। শিশুরাও আক্রান্ত হচ্ছে। আজকে মানুষের পাশে দাঁড়ানোই হলো আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীর দায়িত্ব ও কর্তব্য।
করোনাকালে স্বেচ্ছাসেবক লীগের ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, নির্বাচনকে ধ্বংস করার রাজনীতি যারা করে, সেই বিএনপি করোনাকালে মানুষকে কোনো সহযোগিতা করেনি। আপনারা (স্বেচ্ছাসেবক লীগ) করেছেন।
স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবুর সঞ্চালনায় আয়োজিত ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ড. এম এ ওয়াজেদ মিয়া গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আলী। এতে অন্যদের মধ্যে কীটতত্ত্ববিদ ড. মোহাম্মদ আলী নানা দিক-নির্দেশনা দেন।