আর্কাইভ থেকে ক্রিকেট

৬ বলে ৬ ছক্কার তৃতীয় ক্রিকেটার পোলার্ড

৬ বলে ৬ ছক্কার তৃতীয় ক্রিকেটার পোলার্ড

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এক ওভারে ছয়টি ছক্কার রেকর্ড ভারতের সাবেক ক্রিকেটার যুবরাজ সিংয়ের। এবার সেখানে ভাগ বসালেন ক্যারিবিয়ান ক্রিকেট দানব কাইরন পোলার্ড। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আকিলা ধনঞ্জয়ার এক ওভারে ৬ ছক্কা মেরেছেন তিনি।

আন্তর্জাতিক ক্রিকেটে তৃতীয় ক্রিকেটার হিসেবে ওভারে ৬ ছক্কা মারার তৃতীয় ক্রিকেটার হিসেবে ইতিহাসে নাম লেখালেন পোলার্ড।

শ্রীলঙ্কার দেয়া ১৩২ রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে ৫ম ওভার শেষে তখন ক্যারিবীয়দের সংগ্রহ ৪ উইকেটে ৬২ রান। তখন পঞ্চম উইকেটে মাঠে নামেন পোলার্ড। নিজের দ্বিতীয় ওভারে আকিলা ধনঞ্জয়া হ্যাটট্রিক করে ক্যারিবীয়দের বিপাকে ফেলে দেন। কিন্তু আকিলার  আগের ওভারের হ্যাটট্রিকের খুশিকে দুঃখে রূপান্তরিত করেন পোলার্ড। তার করা তৃতীয় ওভারের ছয় বলে ছয় ছক্কা হাঁকিয়ে অর্থাৎ ৩৬ রান নেন। 

এর আগে ২০০৭ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার হার্সেল গিবস এবং একই বছর অনুষ্ঠিত হওয়া টি টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে এমন অতিমানবীয় কীর্তি গড়েন ভারতের যুবরাজ সিং। ২০০৭ বিশ্বকাপে ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রডের বলে এক ওভারে ছয়টি ছক্কা মেরেছিলেন ভারতের যুবরাজ সিং।

যদিও ৬ বলে ৩৬ করা পোলার্ড শেষ পর্যন্ত ১১ বলে ৩৮ রান করে আউট হন। কিন্তু তাতে জয় আটকায়নি ক্যারিবিয়ানদের। ম্যাচে ৪ উইকেটের জয় পায় তারা।

এএ

এ সম্পর্কিত আরও পড়ুন ৬ | বলে | ৬ | ছক্কার | তৃতীয় | ক্রিকেটার | পোলার্ড