আর্কাইভ থেকে করোনা ভাইরাস

করোনার নকল টিকা জব্দ, গ্রেপ্তার ৮৪ জন

করোনার নকল টিকা জব্দ, গ্রেপ্তার ৮৪ জন

করোনাভাইরাসের নকল টিকা উৎপাদনে জড়িত থাকার অভিযোগে ৮৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা হয়েছে কয়েক হাজার নকল করোনা টিকা। নকল ভ্যাকসিন উৎপাদনে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তারকৃতরা চীন ও দক্ষিণ আফ্রিকার নাগরিক। বুধবার এ তথ্য প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন-ইন্টারপোল।

ইন্টারপোল জানিয়েছে, এ পর্যন্ত চীন থেকে ৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। করোনা টিকা জব্দ করা হয়েছে অন্তত তিন হাজার। এছাড়াও দক্ষিণ আফ্রিকান গাউটেংয়ের একটি গুদাম থেকে গ্রেপ্তার করা হয়েছে এক চাইনিজ ও জিম্বাবুয়ের নাগরিককে। সেখান থেকে দুই হাজার চার শ' নকল টিকা জব্দ করা হয়েছে। তবে, কবে তাদের গ্রেপ্তার করা হয়েছে তা জানায়নি ইন্টারপোল।

করোনার নতুন প্রজাতির বিরুদ্ধে টিকার কার্যকারিতা নিয়ে সংশয় প্রকাশের পর ১৭ ফেব্রুয়ারি থেকে জনগণকে টিকা প্রয়োগ শুরু করেছে দক্ষিণ আফ্রিকা।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন করোনার | নকল | টিকা | জব্দ | গ্রেপ্তার | ৮৪ | জন