আর্কাইভ থেকে ক্রিকেট

অবসরে যাচ্ছেন প্রথম হ্যাট্রিক করা নারী ক্রিকেটার!

অবসরে যাচ্ছেন প্রথম হ্যাট্রিক করা নারী ক্রিকেটার!
আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে প্রথম হ্যাট্রিক করা নারী ক্রিকেটার রুমানা আহমেদ কি তাহলে ক্রিকেট থেকে অবসরে যাচ্ছেন! রুমানা তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের দিয়েছেন। সেখানে লিখেছেন, 'আর ক্রিকেট নয়।’ এমন স্ট্যাটাসের পর প্রশ্ন জাগে, তাহলে ক্রিকেট থেকে অবসরে চলে যাচ্ছেন ৩২ বছর বয়সী এই অলরাউন্ডার? যদিও এ বিষয়ে রুমানার সাথে বাংলাদেশের এক গণমাধ্যম যোগাযোগ করার চেষ্টা করলে তিনি কোন উত্তর দেননি। বলেছেন আনুষ্ঠানিক ভাবে সব জানিয়ে দিবেন। রুমানার সময়টা ভালো যাচ্ছিল না। বাংলাদেশ নারী দলের হয়ে সর্বশেষ খেলেছেন এ বছরের ফেব্রুয়ারিতে, টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে। ওই আসরেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একাদশ থেকে জায়গা হারান তিনি। বিশ্বকাপের পর বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফরের দল থেকে বাদ পড়েন রুমানা। এরপর আর দলে ফেরা হয়নি তার। ২০১১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা রুমানা বাংলাদেশ নারী দলের হয়ে ৫০ ওয়ানডে ও ৮৪ টি-টোয়েন্টি খেলেছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন অবসরে | যাচ্ছেন | প্রথম | হ্যাট্রিক | করা | নারী | ক্রিকেটার