আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক এখন মুশফিকুর রহিম।
বাংলাদেশের জার্সিতে তামিম ইকবালকে ছাড়িয়ে গেলেন মুশফিক। আজ দিনের তৃতীয় দিনের খেলায় ব্যাট হাতে রানের খাতা খুলতেই এই কীর্তি গড়েন তিনি। তবে ইনিংস বড় করা হয়নি তার।
বাংলাদেশের হয়ে প্রথম ইনিংসে ৮ রান করেন মুশফিক। তখনই তামিমের ১৫ হাজার ১৯২ রান স্পর্শ করেন তিনি। বাংলাদেশের সব ব্যাটাররা কিছুটা আক্রমণাত্মক ভঙ্গিতে ব্যাট করছিলেন। অশ্বিনের ওভারে একটি ছক্কা হাঁকানোর পরের বলেই ক্যাচ দিয়ে ফেরেন মুশফিক। দারুণ এক ক্যাচ লুফে নেন লোকেশ রাহুল।
প্রথম ইনিংসে ৮ রান করার পর, এই ইনিংসে কেবল ১৩ (১১) রান করেন এই ব্যাটার।
বাংলাদেশের হয়ে ৯১ টি টেস্ট খেলেছেন মুশফিকুর রহিম। রান করেছেন ৫ হাজার ৯১৩। ওয়ানডে ম্যাচ খেলেছেন ২৭১ টি, রান করেছেন ৭ হাজার ৭৯২। টি-টোয়েন্টি সংস্করণে ১০২ ম্যাচ খেলে ১ হাজার ৫০০ রান করেন মুশফিক। এই সংস্করণ থেকে অবসর নিয়েছেন তিনি।
বাংলাদেশের হয়ে ১৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন কেবল দুইজন ক্রিকেটার; মুশফিক ও তামিম।
এম এইচ//