আর্কাইভ থেকে বাংলাদেশ

নির্বাচন কমিশন আইন করে সরকারের শেষ রক্ষা হবে না : বিএনপি

নির্বাচন কমিশন আইন করে সরকারের শেষ রক্ষা হবে না : বিএনপি

জনগণের ভোটে নির্বাচিত নয় বলে, নিজেদের রক্ষার জন্য মনগড়া নির্বাচন কমিশন আইন করতে চায় সরকার। এ আইন করে শেষ রক্ষা হবে না সরকারের। বাকশাল কায়েম করা লুট পাটের সরকারের উপর বিদেশিরা মুখ ফিরিয়ে নিচ্ছে। একদলীয় শাসন কায়েম করতে দেয়া হবে না। লুটপাট থেকে দেশকে রক্ষা করতে হবে। এই আইন বিএনপি মানে না। বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) ঢাকা মহানগর বিএনপি আয়োজিত এক আলোচানায় এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, নির্বাচন কমিশন আইন মানিনা। শেখ হাসিনার অধীনে আর কোনও নির্বাচনে যাবেনা বিএনপি। আর কখনই বাকশালে ঢুকতে চায়না জনগণ। প্রতিরোধ করতে হবে।

তিনি বলেন, সরকারকে আগে পদত্যাগ করতে হবে, তারপর সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করে নির্দলীয় সরকারে অধীনে নির্বাচন দিতে হবে। জনগণ সরকার প্রতিষ্ঠা হলে তারাই ঠিক করবে দেশ কিভাবে পরিচালিত হবে, আওয়ামী লীগ নয়।

বিএনপি মহাসচিব বলেন, ২৪ ঘণ্টার মধ্যে নির্বাচন কমিশন গঠন করে আশা করছে বর্তমান সরকার বেঁচে গেছে। কিন্তু এই নির্বাচন কমিশন আইন পাস করে বাঁচতে পারবেনা ক্ষমতাসীনরা। বাকশাল করে আওয়ামী লীগ বাঁচতে পারেনি, এসব নির্বাচন কমিশন আইন করেও তারা বাঁচতে পারবেনা৷

তিনি বলেন, বর্গিতে পরিণত হয়েছে আওয়ামী লীগ। লুটেরাতে পরিণত হয়েছে তারা। যখনই ক্ষমতায় আওয়ামী লীগ আসে তখনই লুটপাট করে তারা। বেহায়া হয়ে মিথ্যাচার করছে আওয়ামী লীগ।

এ সম্পর্কিত আরও পড়ুন নির্বাচন | কমিশন | আইন | করে | সরকারের | শেষ | রক্ষা | হবে | | বিএনপি