আর্কাইভ থেকে বাংলাদেশ

মাহবুব তালুকদারের চিকিৎসায় ব্যয় ৩০-৪০ লাখ: সিইসি

মাহবুব তালুকদারের চিকিৎসায় ব্যয় ৩০-৪০ লাখ: সিইসি

জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়ন করছেন। উনি রোগাক্রান্ত ব্যক্তি। কখনও আইসিইউতে কখনও সিসিইউতে ছিলেন। এছাড়া উনি সিঙ্গাপুর, ভারতে চিকিৎসা নিয়েছেন। এসব চিকিৎসার ব্যয় প্রায় ৩০ থেকে ৪০ লাখ যা কমিশন বহণ করেছে। জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। 

আজ বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) বেলা ১১টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে ‌আরএফইডি টক আয়োজনে তিনি এ কথা বলেন। 

সিইসি বলেন, জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের চিকিৎসার জন্য নির্বাচন কমিশন (ইসি) বছরে ৩০ থেকে ৪০ লাখ টাকা ব্যয় করেছে।
কে এম নুরুল হুদা বলেন,  সম্প্রতি আরএফইডির কার্যনির্বাহী কমিটির বৈঠকে সিইসিকে নিয়ে মিট দ্য প্রেস আয়োজনের সিদ্ধান্ত হয়। সেই সিদ্ধান্তের আলোকে ‘আরএফইডি টক’ অনুষ্ঠিত হলো। টক-এ বর্তমান নির্বাচন কমিশনের পাঁচ বছর, সদ্য সমাপ্ত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন, চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনসহ নানা বিষয় উঠে এসেছে।

তাসনিয়া রহমান

এ সম্পর্কিত আরও পড়ুন মাহবুব | তালুকদারের | চিকিৎসায় | ব্যয় | ৩০৪০ | লাখ | সিইসি