আর্কাইভ থেকে আওয়ামী লীগ

‘জনগণের কাছে উন্নয়নের তথ্য পৌঁছে দেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী’

‘জনগণের কাছে উন্নয়নের তথ্য পৌঁছে দেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী’
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উন্নয়নের তথ্য জনগণের কাছে পৌঁছে দেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যাতে আগামী নির্বাচনে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসতে পারে। জানালেন নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য আলহাজ মোরশেদ আলম। রোববার (৬ আগস্ট) সকালে গণভবনে তৃণমূল নেতাদের নিয়ে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে প্রধানমন্ত্রীর এ নির্দেশনার কথা জানান সংসদ সদস্য আলহাজ মোরশেদ আলম। তিনি জানান, প্রধানমন্ত্রী আওয়ামী লীগের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল দূর করে আগামী জাতীয় নির্বাচন যেন সুন্দরভাবে হয়, সেজন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান করেছেন। মোরশেদ আলম বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্বাচন। এজন্য প্রধানমন্ত্রী চান একটি ঐক্যবদ্ধ আওয়ামী লীগ। শেখ হাসিনা পরপর তিনবার ক্ষমতায় আছেন। এই সময়ে তিনি যে উন্নয়ন করেছেন, সে তথ্য জনগণের কাছে পৌঁছে দেয়ার নির্দেশ দিয়েছেন। যাতে আগামী নির্বাচনে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসতে পারে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর হাতে যে মেগা প্রজেক্টগুলো আছে, আগামী নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে, এই প্রজেক্টগুলো সম্পূর্ণ হবে। সেইসঙ্গে দেশ আরও উন্নয়নের দিকে এগিয়ে যাবে। কারণ, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে এই উন্নয়নের ধারা অব্যাহত থাকে। নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য বলেন, বিশেষ করে সভায় যারা বক্তব্য রেখেছেন- তারা আওয়ামী লীগের মধ্যে যে সমস্যাগুলো বিদ্যমান আছে, সেগুলোর সমাধান চেয়েছেন। যাতে দলীয় কোনো বিভেদ না থাকে। কারণ, দলীয় বিভেদ থাকলে, ঘরের শত্রু বিভীষণের মতো সমস্যা দেখা দেবে।

এ সম্পর্কিত আরও পড়ুন জনগণের | কাছে | উন্নয়নের | তথ্য | পৌঁছে | দেয়ার | নির্দেশ | দিয়েছেন | প্রধানমন্ত্রী