আর্কাইভ থেকে ক্যাম্পাস

ইবিতে ডেঙ্গু পরীক্ষা শুরু, ফি ৮০ টাকা

ইবিতে ডেঙ্গু পরীক্ষা শুরু, ফি ৮০ টাকা
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) চিকিৎসা কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে ডেঙ্গু পরীক্ষা শুরু হয়েছে। ৮০ টাকার বিনিময়ে ক্যাম্পাস চলাকালীন সকাল ৯টা থেকে দুপুর ১২টার মধ্যে স্যাম্পল (রক্ত) নেওয়া হবে। পরবর্তীতে রিপোর্ট প্রস্তুত হলে পরীক্ষাকারীকে মুঠোফোনের মাধ্যমে জানানো হবে। বুধবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত চীফ মেডিক্যাল অফিসার ডা. সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে পরীক্ষা শুরুর পর তিনজন শিক্ষার্থীর পরীক্ষা করা হয়েছে। তাদের সকলের নেগেটিভ রিপোর্ট এসেছে বলে জানা গেছে। চিকিৎসা কেন্দ্র সূত্র জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে ৮০ টাকার বিনিময়ে ডেঙ্গু পরীক্ষা করা যাবে। কোনো রোগী যদি জ্বরের একেবারে প্রথম দিনই আসে এবং তার শরীরে ডেঙ্গুর লক্ষণ দেখা দেয়। তাহলে তার জন্য এনএস ১ অ্যান্টিজেন পরীক্ষার খরচ ৮০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া জ্বর যদি চার-পাঁচ দিন স্থায়ী হয় এবং ডেঙ্গুর লক্ষণ দেখা যায় তাহলে আইজিএম অ্যান্টিবডি পরীক্ষা করতে হবে। সেটার মূল্যও ৮০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া এরও পরবর্তীতে অর্থাৎ কোনো রোগীর জ্বর যদি ৮ থেকে ১০ দিন স্থায়ী হয় তাহলে আইজিজি অ্যান্টিবডি পরীক্ষা করতে হবে। এটার মূল্যও ৮০ টাকা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ এনএস-১, আইজিএম, আইজিজি প্রতিটি পরীক্ষার মূল্য ৮০ টাকা নির্ধারণ করা হয়েছে। এসকল পরীক্ষার যেকোনো একটির ফলাফল পজেটিভ হলে রোগীকে ডেঙ্গু রোগী হিসেবে নিশ্চিত করা যাবে। ইবির উপ-প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. আশরাফুজ্জামান বলেন, ডেঙ্গুর বাহক এডিশ মসা তার বৈশিষ্ট্যে পূর্বের তুলনায় অনেক পরিবর্তন এনেছে। আগে শুধু দিনের বেলায় এ মশা কামড়ালেও এখন রাতেও মশা কামড়াচ্ছে। এছাড়া আগে শুধু জমে থাকা স্বচ্ছ পানিতে জন্মালেও এখন অপরিষ্কার পানিতেও মশা জন্মাচ্ছে। তাই ডেঙ্গুর বিষয়ে পূর্বের থেকে আমাদের বেশী সতর্ক থাকতে হবে। এসময় ওই চিকিৎসক সারাদেশে বর্তমানে ডেঙ্গুর অবস্থা, এর লক্ষণ ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় নিয়ে আলোকপাত করেন। এছাড়াও জ্বরে আক্রান্ত হলে রোগীকে প্যারাসিটামল জাতীয় ঔষধ খাওয়ার পরামর্শ দেন তিনি। একইসঙ্গে ব্যথা নাশক ঔষধ খেতে নিষেধ করে। এছাড়া জ্বরে আক্রান্ত হলে দ্রুত পরীক্ষা করানোর পরামর্শ দেন তিনি। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত চীফ মেডিক্যাল অফিসার ডা. সিরাজুল ইসলাম বলেন, 'সারাদেশে ডেঙ্গুর প্রকোপ চলছে। এজন্য জ্বর হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তবে যেকোনো জ্বরই যে ডেঙ্গু, তা-ও নয়। কর্তব্যরত চিকিৎসক যদি রোগীর শরীরে ডেঙ্গুর লক্ষণ দেখেন তাহলে পরবর্তীতে সেই রোগীকে তিনি ডেঙ্গু পরীক্ষার জন্য পরামর্শ দিবেন।' প্রসঙ্গত, ডেঙ্গু জ্বর একটি এডিস মশা বাহিত ডেঙ্গু ভাইরাস জনিত গ্রীষ্মমণ্ডলীয় রোগ। এডিস মশার কামড়ের মাধ্যমে ভাইরাস সংক্রমণের তিন থেকে পনেরো দিনের মধ্যে সচরাচর ডেঙ্গু জ্বরের উপসর্গগুলো দেখা দেয়। উপসর্গগুলির মাঝে রয়েছে জ্বর, মাথাব্যথা, বমি, পেশিতে ও গাঁটে ব্যথা এবং গাত্রচর্মে ফুসকুড়ি। এস

এ সম্পর্কিত আরও পড়ুন ইবিতে | ডেঙ্গু | পরীক্ষা | শুরু | ফি | ৮০ | টাকা