ফিফা র্যাংকিংয়ে দুই ধাপ নিচে নেমেছে বাংলাদেশ। পূর্বের ১৮৪ থেকে বাংলাদেশ দলের বর্তমান অবস্থান ১৮৬ নম্বরে। ফিফার সেপ্টেম্বোর উইন্ডোতে ভুটানের বিপক্ষে দুইটি প্রীতি ম্যাচ খেলে বাংলাদেশ দল। যে দুই ম্যাচের প্রথমটিতে জয় এবং দ্বিতীয়টিতে পরাজয় শিকার করতে হয়।
এই হারের কারণেই মূলত র্যাংকিংয়ে অবনমন হলো। আগের অবস্থান থেকে আরও দুই ধাপ নিচে নামলো তারা। ভুটানের বিপক্ষে তাদের মাটিতেই ম্যাচ খেলেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে শেখ মোরসালিনের গোলে জয় পায় বাংলাদেশ দল। যদিও খুব একটা ভালো কোনো ফুটবল প্রদর্শনী দেখায়নি তারা। আর দ্বিতীয় ম্যাচে এসে ৯১তম মিনিটে কিংগা ওয়াংচুকের গোলে জয় পায় ভুটান।
আসন্ন এশিয়ান কাপ বাছাই পর্বের ড্র সাধারণত ফিফার র্যাংকিংয়ের ভিত্তিতেই হয়ে থাকে। বাংলাদেশের র্যাংকে কিছুটা পরিবর্তন এক্ষেত্রে প্রভাব রাখতে পারে।
এম এইচ//