আর্কাইভ থেকে আবহাওয়া

বৃষ্টিতে ভিজবে শহর আরও ৪দিন

বৃষ্টিতে ভিজবে শহর আরও ৪দিন
রাজধানীতে শনিবার রাত থেকে শুরু হয়েছে বৃষ্টি। রোববার (১৩ আগস্ট) সকাল থেকে ঢাকায় বৃষ্টি হচ্ছে। সারাদেশে এই বৃষ্টি বাড়তে পারে এবং তা আজসহ আরও ৪ দিন অব্যাহত থাকতে পারে। জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তর বলছে, আজও সারাদেশে বৃষ্টি বাড়তে পারে, যা ১৬ আগস্ট পর্যন্ত অব্যাহত থাকতে। এদিকে মেঘ-বৃষ্টি বেড়ে যাওয়ায় দেশের বেশির ভাগ এলাকার তাপমাত্রা কমেছে। আগামী দুই–তিন দিন রোদ কম আসতে পারে। ফলে আপাতত তাপমাত্রা বেড়ে যাওয়ার তেমন সম্ভাবনা নেই। তবে মেঘ ও জলীয়বাষ্প বেড়ে যাওয়ায় বাতাসে আর্দ্রতা বেড়েছে। ফলে কোথাও ৩০ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা থাকলে ভ্যাপসা গরমের অনুভূতি তৈরি হচ্ছে। রোববার (১৩ আগস্ট) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকায় দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। এদিন সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার পাশাপাশি রংপুর ও রাজশাহী বিভাগে বৃষ্টি বেড়েছে। বৃষ্টি বাড়তে শুরু করেছে সাগরের দ্বীপ ও উপকূলীয় এলাকায়ও। এছাড়া দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আজকের সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া পূর্বাভাসে বলা হয়, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। চট্টগ্রাম বিভাগে অতি ভারী বৃষ্টির কারণে পাহাড়ধসের আশঙ্কা রয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন বৃষ্টিতে | ভিজবে | শহর | আরও | ৪দিন