খেলাধুলা

বাংলাদেশের হয়ে সাকিবের আরও এক রেকর্ড!

স্পোর্টস ডেস্ক

ছবি: সংগৃহীত

বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসানের নামে নতুন রেকর্ড তৈরি হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) ভারতের বিপক্ষে যখন তৃতীয় দিনের খেলায় মাঠে নেমেছেন সাকিব, তখনই এই রেকর্ড লেখা হয় তার নামে।

এখন বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি বয়সী টেস্ট খেলোয়াড়  সাকিব। এর আগের নামটি ছিল মোহাম্মদ রফিকের।

আজ সাকিবের বয়স দাঁড়িয়েছে ৩৭ বছর ১৮১ দিন। চেন্নাইতে ভারতের দেয়া ৫১৫ রানের লক্ষ্যমাত্রা সামনে নিয়ে ব্যাট করছে বাংলাদেশ। এর আগে বাংলাদেশের বাঁহাতি স্পিনার মোহাম্মদ রফিক ৩৭ বছর ১৮০ দিন বয়সে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলেছেন ২০০৮ সালে।

সাকিব লম্বা সময় ধরে বাংলাদেশের হয়ে খেলে যাচ্ছেন। বাংলাদেশের এই দলে মুশফিকুর রহিম সাকিবের সমসাময়িক। অভিজ্ঞতার দিক দিয়ে বিচার করতে গেলে তাদের দুজনের নামই আলাদা করে মনে রাখতে হবে।

ইংল্যান্ডের উইলফ্রেড রোডস এখন পর্যন্ত ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বেশি বয়সী টেস্ট ক্রিকেটার। তিনি ৫২ বছর ১৬৫ দিন বয়সে টেস্ট খেলেছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, ১৯৩০ সালে।

এম এইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন বাংলাদেশের | হয়ে | সাকিবের | আরও | এক | রেকর্ড