লাইফস্টাইল

আলিয়া যে রোগে আক্রান্ত, জেনে নিন সেই রোগের লক্ষণ

৪৫ মিনিটের বেশি সময় ধরে আমি মেকআপের চেয়ারে বসতে পারব না। খুব তাড়াতাড়ি সেরে ফেলতে পারবে এমন মেকআপ করে দাও। আমার ‘অ্যাটেনশন ডেফিসিট ডিজ়অর্ডার’ আছে, তাই কোনও কাজেই খুব বেশি সময় খরচ করার আগ্রহ আমার থাকে না। যা করতে হবে, তাড়াতাড়ি করতে হবে।

আলিয়ার এই স্বীকারোক্তির পর থেকেই তার অনুরাগীদের মনে প্রশ্ন জাগতে শুরু করে, ‘অ্যাটেনশন ডেফিসিট ডিজ়অর্ডার’ রোগটি ঠিক কী? ‘অ্যাটেনশন ডেফিসিট হাইপারঅ্যাকটিভিটি ডিজ়অর্ডার’ মস্তিষ্কের সঙ্গে সম্পর্কিত একটি ব্যাধি। শৈশবকাল থেকেই শিশুদের আচরণের মধ্যে বিশেষ কিছু পরিবর্তন লক্ষ করা যায়। তাদের মধ্যে আত্মনিয়ন্ত্রণ এবং মনোযোগের অভাব হয়, অতিসক্রিয়তা দেখা যায়। এ ক্ষেত্রে শিশুরা অনেক বেশি আবেগপ্রবণ হয়। বয়স বাড়লেও এই লক্ষণগুলি থেকে যায়।

শিশুদের মধ্যে আর কোন লক্ষণগুলি দেখলে সতর্ক হবেন বাবা-মায়েরা?

১. পড়াশোনায় মনোযোগের অভাব ও দৈনন্দিন বিভিন্ন কাজে অসতর্ক হওয়া

২. দীর্ঘ ক্ষণ এক জায়গায় স্থির হয়ে বসে থাকতে না পারা

৩. সারাক্ষণ অন্যমনস্ক থাকা

৪. চঞ্চল, অস্থির এবং সহজেই বিরক্ত হওয়ার প্রবণতা

৫. অতিরিক্ত কথা বলা, কথা বলার সময় অন্যদের বাধা দেয়ার প্রবণতা

৬. ধৈর্য ধরে অপেক্ষা করতে না পারা

‘সেন্টারস ফর ডিজিজ় কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন’-এর তথ্য অনুযায়ী সারা বিশ্বের প্রায় ৭.২ শতাংশ শিশুর মধ্যে এই রোগের লক্ষণ ধরা পড়ে। মেয়েদের মধ্যে এই রোগের প্রবণতা বেশি হলেও ছেলেরাও এই রোগে আক্রান্ত হয়।

 

জেএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন আলিয়া