বিএনপি

দুই দশক পর আজ সন্ধ্যায় সিলেট যাচ্ছেন তারেক রহমান

বায়ান্ন প্রতিবেদন

দুই দশক পর আজ বুধবার (২১ জানুয়ারি) সিলেট সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সন্ধ্যায় স্ত্রী ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে ঢাকা থেকে সিলেটের উদ্দেশে রওনা হবেন তিনি। 

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে রাজধানীর বনানী চেয়ারম্যানবাড়ি মাঠে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত এক দোয়া মাহফিল ও মতবিনিময় সভায় তারেক রহমান নিজেই এই কর্মসূচির কথা ঘোষণা করেন। 

তিনি বলেন, বুধবার আমি সিলেট চলে যাব, ইনশা আল্লাহ। পরশুদিন সিলেট থেকে অফিসিয়ালি আমরা আমাদের নির্বাচনি প্রচারণার কাজ শুরু করব। বুধবার বিকেলে আমি এবং আমার স্ত্রী ডা. জুবাইদা রহমান প্লেনে করে সিলেট যাব।

বিএনপির চেয়ারম্যান বলেন, গাড়ি আমরা যেগুলো ব্যবহার করবো, সেগুলো সকালেই চলে যাবে।

দলীয় চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর ঢাকার বাইরে এটিই তার প্রথম নির্বাচনি জনসভা। এই সফরের মধ্য দিয়েই সিলেট থেকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করতে যাচ্ছে বিএনপি।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১১টায় সিলেট নগরীর ঐতিহাসিক সরকারি আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত হবে নির্বাচনি জনসভা। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তারেক রহমান। জনসভার শুরুতে তিনি সিলেট ও সুনামগঞ্জ জেলার সংসদীয় আসনগুলোর প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে জনসমক্ষে পরিচয় করিয়ে দেবেন।

জনসভায় অংশ নেয়ার আগে তিনি সিলেটের পুণ্যভূমিতে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। এ উপলক্ষে মাজার কর্তৃপক্ষও প্রস্তুতি নিয়েছে।

তারেক রহমানের সিলেট আগমনকে কেন্দ্র করে নগরজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। অলিগলি ব্যানার, ফেস্টুন ও তোরণে সাজানো হয়েছে। মঙ্গলবার বিকেলে আয়োজিত সংবাদ সম্মেলনে সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতারা জানান, সিলেট ও সুনামগঞ্জ জেলা থেকে কয়েক লাখ মানুষের সমাগম ঘটতে পারে বলে তারা আশা করছেন।

জনসভাস্থল আলিয়া মাদরাসা মাঠে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মঞ্চ নির্মাণ ও সাউন্ড সিস্টেমের কাজ প্রায় সম্পন্ন হয়েছে। শৃঙ্খলা রক্ষায় স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠন মাঠে কাজ করছে।

এদিকে তারেক রহমানের সফরকে ঘিরে জেলা ও মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে একাধিক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। জনসভাস্থল ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি থাকবে।

তারেক রহমানের সিলেট সফর ও প্রথম নির্বাচনি জনসভাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা ও প্রত্যাশা তৈরি হয়েছে। জাতীয় রাজনীতিতে এর প্রভাব কী হবে—সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের।

 

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #সিলেট #বিএনপি #তারেক রহমান #নির্বাচনি জনসভা