আর্কাইভ থেকে আইন-বিচার

হত্যার হুমকি পাওয়ায় মামলা করলেন সেই চিকিৎসক

হত্যার হুমকি পাওয়ায় মামলা করলেন সেই চিকিৎসক
দেলাওয়ার হোসাইন সাঈদীকে চিকিৎসা দেয়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) চিকিৎসক এস এম মোস্তফা জামান এবার ধানমন্ডি থানায় মামলা দায়ের করেছেন। এদিকে চিকিৎসককে হত্যার হুমকির ঘটনায় র‍্যাবের হাতে গ্রেপ্তার তাফসীরুল ইসলাম ও সিটিটিসির হাতে গ্রেপ্তার হাফিজা মাহবুবা বৃষ্টিকে ধানমন্ডি থানায় হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ আগস্ট) হত্যার হুমকির অভিযোগ এনে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করেন ওই চিকিৎসক। বিষয়টি নিশ্চিত করে ধানমন্ডি থানার পরিদর্শক (তদন্ত) শাহজাহান গণমাধ্যমে বলেন, ওই চিকিৎসক ডিজিটাল নিরাপত্তা আইনে আজ একটি মামলা দায়ের করেছেন। মামলার অভিযুক্ত দুই আসামিকে র‍্যাব ও সিটিটিসি থানায় হস্তান্তর করেছে। আমরা দুই আসামিকে আদালতে পাঠিয়ে দিয়েছি। মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রাণনাশের হুমকি পাওয়ার পর ধানমন্ডি থানায় একটি জিডি করেন চিকিৎসক মোস্তফা জামান। জিডি করার পর ডিএমপির সিটিটিসি ও এলিট ফোর্স র‍্যাবের সঙ্গে আলোচনা হয়। পরে সিটিটিসি ও র‍্যাব গোয়েন্দা নজরদারির মাধ্যমে অভিযুক্ত দুই ব্যক্তিকে আটক করে তারা। র‍্যাব ও সিটিটিসি দুইজনকে আটক করার বিষয়টি জানালে ওই চিকিৎসক থানায় এসে ডিজিটাল নিরাপত্তা আইনে অভিযোগ দায়ের করেন। এর আগে বুধবার (১৬ আগস্ট) রাতে ঢাকার উত্তরা থেকে সাঈদীর চিকিৎসকের দায়ের করা জিডির অভিযুক্ত হাফিজা মাহবুবা বৃষ্টিকে (৩২) ঢাকা থেকে গ্রেপ্তার করে সিটিটিসি। অন্যদিকে একই দিনে চিকিৎসক এস এম মোস্তফা জামানকে হত্যার হুমকিদাতা ঝিনাইদহ থেকে তফসিরুল ইসলাম (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করে র‍্যাব। উল্লেখ, হত্যার হুমকি দেয়ার ঘটনায় মঙ্গলবার (১৫ আগস্ট) রাতে ধানমন্ডি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন চিকিৎসক এস এম মোস্তফা জামান। এএম/

এ সম্পর্কিত আরও পড়ুন হত্যার | হুমকি | পাওয়ায় | মামলা | চিকিৎসক