আর্কাইভ থেকে ফুটবল

নেইমারের দলে বিশ্বকাপে চমক দেখানো মরক্কোন গোলকিপার

নেইমারের দলে বিশ্বকাপে চমক দেখানো মরক্কোন গোলকিপার
মরক্কোর তারকা গোলকিপার ইয়াসিন বুনু ইউরোপ ছেড়ে যোগ দিয়েছেন সৌদি আরবের ক্লাব আল হিলালে। যে দলে গত সপ্তাহে যোগ দিয়েছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। আজ শুক্রবার আল হিলালের সামাজিক যোগাযোগ মাধ্যমে জানানো হয়েছে, ৩২ বছর বয়সী বুনুকে তিন বছরের জন্য চুক্তিবদ্ধ করা হয়েছে। কাতার বিশ্বকাপে মরক্কোর হয়ে রূপকথার গল্প লেখা বুনু ক্লাব ফুটবলে গত চার বছর কাটিয়েছেন সেভিয়ায়। বৃহস্পতিবার স্প্যানিশ ক্লাবটির হয়ে গ্রিসে উয়েফা সুপার কাপে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ফাইনাল খেলেছেন বুনু। ওই ম্যাচে টাইব্রেকারে হেরে যাওয়া ম্যাচটি খেলেই সৌদি আরবে চলে যান তিনি। বৃহস্পতিবার সারেন চুক্তির আনুষ্ঠানিকতা। স্পেনের সংবাদমাধ্যম সূত্রে ইএসপিএনের খবরে বলা হয়, বুনুকে সেভিয়া থেকে ২ কোটি ১০ লাখ ইউরোয় কিনেছে আল হিলাল। সেভিয়া তাঁকে জিরোনা থেকে কিনেছিল ৪০ লাখ ইউরোয়। গত চার বছরে সেভিয়ার হয়ে দুটি ইউরোপা লিগ জিতেছিলেন বুনু।

এ সম্পর্কিত আরও পড়ুন নেইমারের | দলে | বিশ্বকাপে | চমক | দেখানো | মরক্কোন | গোলকিপার