আর্কাইভ থেকে ফুটবল

জাপানি মিডফিল্ডারকে কিনলো লিভারপুল 

জাপানি মিডফিল্ডারকে কিনলো লিভারপুল 
চলতি দলবদলে লিভারপুল ছেড়ে যান ব্রাজিলিয়ান ডিফেন্সিভ মিডফিল্ডার ফাবিনহো। এরপর থেকেই তার বিকল্প খুঁজতে থাকে অলরেডস বস ইয়ুর্গেন ক্লপ। বেলজিয়ামের রোমিও লাভিয়া, ফ্রান্সের খেফ্রেন থুরাম এবং ইকুয়েডরের ময়সেস কেইসেডোর দিকে নজর ছিল তার। তবে কাউকেই ভেড়াতে পারেনি তারা।   তবে জাপানের ডিফেন্সিভ মিডফিল্ডার ওয়াতারু এন্দোকে দলে ভিড়িয়েছে ইংলিশ জায়ান্টরা।  জার্মান ক্লাব স্টুটগার্ড থেকে ১৬ মিলিয়ন ইউরোতে তাকে কিনছেন ইয়ুর্গেন ক্লপ। সেন্ট্রাল মিডেও বেশ কার্যকরী ৩০ বছর বয়সী এই মিডফিল্ডার। এন্দো রক্ষণের পাশাপাশি গোল করতে কিংবা করাতেও বেশ পারদর্শী। স্টুটগার্ডের জার্সিতে ১৪ গোল করেছেন তিনি। ২০২২-২৩ মৌসুমে জার্মান ক্লাবটির হয়ে ৪০ ম্যাচে ৬ গোল এবং ৫ অ্যাসিস্ট করেছেন এই জাপানিজ তারকা।  

এ সম্পর্কিত আরও পড়ুন জাপানি | মিডফিল্ডারকে | কিনলো | লিভারপুল