আর্কাইভ থেকে আবহাওয়া

আরও বাড়বে গরম

আরও বাড়বে গরম
সারাদেশে তাপমাত্রা আরও বাড়তে পারে। তবে আগামী বুধবার থেকে আবার বৃষ্টি বাড়তে পারে। জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (২১ আগস্ট) সকালে আবহাওয়া অধিদপ্তর থেকে এ তথ্য জানা যায়। আরও জানায়, মৌসুমি বায়ু কম সক্রিয় থাকায় গতকাল দেশে বৃষ্টি আরও কমেছে। আবহাওয়া অধিদপ্তরের ৪৪টি স্টেশনের মধ্যে মাত্র ১১টিতে গতকাল বৃষ্টির খবর মিলেছে। বেশির ভাগ জায়গায় বৃষ্টির পরিমাণও ছিল সামান্য। ফলে তাপমাত্রা ও গরম ছিল বেশি। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন বলেন, ‘মৌসুমি বায়ু কম সক্রিয় হয়ে পড়ায় বৃষ্টি অনেক কমে গেছে। গতকাল দেশে বৃষ্টিপাতের পরিমাণ ও এলাকা খুবই কম ছিল। আজ সোমবার এমনটাই থাকবে। তাপমাত্রাও বাড়বে কিছুটা। কোথাও কোথাও মৃদু তাপপ্রবাহও বয়ে যেতে পারে। তবে ২৩ আগস্ট থেকে পরের এক সপ্তাহে সারা দেশে কমবেশি বৃষ্টি হবে। ’ এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, গত শুক্রবার বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি পরবর্তী সময়ে উত্তর ছত্তিশগড় ও তত্সংলগ্ন এলাকায় অবস্থান করলেও গতকাল পশ্চিম উত্তর-পশ্চিম দিকে সরে গিয়ে মৌসুমি অক্ষের সঙ্গে মিলিত হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন আরও | বাড়বে | গরম