আর্কাইভ থেকে বাংলাদেশ

ভারত শিবিরে করোনার হানা, আক্রান্ত ৪ ক্রিকেটার

ভারত শিবিরে করোনার হানা, আক্রান্ত ৪ ক্রিকেটার

করোনাভাইরাসের নতুন ঢেউয়ে দিশেহারা গোটা বিশ্ব। আক্রান্তের সংখ্যা বাড়ছেই। তারমধ্যেই চলছে মাঠের ক্রিকেট। বায়ো-বাবলে থেকেও মুক্তি মিলছে না। এবার করোনার হানা ভারতীয় ক্রিকেট দলে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে দলের ৭ জন পজিটিভ। এরমধ্যে আছেন ৪ ক্রিকেটার ৪ জন ও ৩ সাপোর্ট স্টাফ।

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড জানিয়েছে, ওপেনার শিখর ধাওয়ান, রুতুরাজ গায়কোয়াড়,  ব্যাটসম্যান শ্রেয়াস আইয়ার ও রিজার্ভ তালিকায় থাকা ফাস্ট বোলার নবদিপ সাইনি করোনা আক্রান্ত হয়েছেন। 

সবাই অবশ্য একসঙ্গে আক্রান্ত হননি। দফায় দফায় করোনায় আক্রান্তের খবর মিলছে। প্রথম পরীক্ষায় পজিটিভ হয়েছিলেন ধাওয়ান ও সাইনি। তারপর রুতুরাজ। শেষে পজিটিভ হলেন শ্রেয়াস।

আক্রান্তরা এখন আইসোলেশনে রয়েছেন টিম হোটেলেই। কমপক্ষে ৭ দিন আইসোলেশনে থাকতে হবে তাদের। তার মানে উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলা হবে না এই চার ক্রিকেটারের। ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ। 

করোনার আক্রান্তের সংখ্যা বাড়ায় ভারতীয় দলে ডাক পেলেন ওপেনার মায়াঙ্ক আগারওয়াল। তবে দলে ঠিকই রয়েছেন অধিনায়ক রোহিত শর্মা ও বিরাট কোহলি। স্ট্যান্ডবাইয়ে থাকা ব্যাটসম্যান শাহরুখ খানকেও মাঠে নামার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। 


এসআই/

এ সম্পর্কিত আরও পড়ুন ভারত | শিবিরে | করোনার | হানা | আক্রান্ত | ৪ | ক্রিকেটার