আর্কাইভ থেকে অপরাধ

সাভারে আলোচিত শিক্ষক হত্যাকাণ্ডে গ্রেপ্তার ৩

সাভারে আলোচিত শিক্ষক হত্যাকাণ্ডে গ্রেপ্তার ৩
ঢাকার সাভারে বহুল আলোচিত গোলাম কিবরিয়া নামক এক সাবেক শিক্ষককে হত্যার পর চিরকুট লিখে ফেলে রাখার রহস্য উদঘাটন করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। ওই হত্যার মূল পরিকল্পনাকারী ইমনসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। জানিয়েছেন র‍্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। খন্দকার আল মঈন জানান, যশোর, ঝিনাইদহ ও রংপুর থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে হত্যার পর লুটকৃত ৫ লক্ষাধিক টাকা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের নাম- মোঃ ইমন খান(২৩), মোঃ সাগর(২২) এবং মোঃ ছাদেক গাজী(২২)। উল্লেখ্য, ঢাকার সাভারের ভাটপাড়া মোড় এলাকায় নিজ বাসা থেকে সাবেক স্কুল শিক্ষক গোলাম কিবরিয়ার মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটির হাত-পা বাঁধা এবং গলায় গামছা প্যাঁচানো অবস্থায় ছিল।

এ সম্পর্কিত আরও পড়ুন সাভারে | আলোচিত | শিক্ষক | হত্যাকাণ্ডে | গ্রেপ্তার | ৩