রপ্তানিতে ভারত নিষেধাজ্ঞা দেয়ার পর বিশ্ব বাজারে বেড়েছে চালের দাম। ঠিক সেই সময় চাল রপ্তানিতে সাময়িক বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে মিয়ানমার।
শুক্রবার (২৫ আগস্ট) মিয়ানমার রাইস ফেডারেশনের এক সরকারি কর্মকর্তার বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স।
রয়টার্সকে ওই কর্মকর্তা বলেন, চলতি আগস্ট মাসের শেষ নাগাদ থেকে প্রায় ৪৫ দিনের সাময়িকভাবে চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয়া হবে। অভ্যন্তরীণ বাজারে দাম বাড়ার কারণেই সরকার রপ্তানি সীমিত করতে বাধ্য হচ্ছে।
রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, বিশ্বে চালের বাজারে ভারত বা থাইল্যান্ডের মতো বড় প্রভাবশালী দেশ নয় মিয়ানমার। তবে এমন সময় দেশটি রপ্তানিতে নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যখন আন্তর্জাতিক বাজারে চালের যোগান এমনিতেই কম। এ ঘোষণা চালের বাজার আরও অস্থির করবে এবং ভোক্তাদের উদ্বেগ বাড়াবে।
এদিকে, ভারত রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয়ার পর থাইল্যান্ড এবং ভিয়েতনাম রপ্তানিমূল্য বাড়িয়ে দিয়েছে। এশিয়ার রপ্তানিকারক দেশের মধ্যে ভিয়েতনামের চালের দাম এখন সর্বোচ্চ।
অপরদিকে ফিলিপাইন এবং ইন্দোনেশিয়ার মতো বৈশ্বিক আমদানিকারক দেশ উৎপাদন কমে যাওয়ার আশঙ্কায় মরিয়া হয়ে চাল সংগ্রহ শুরু করেছে।
যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের তথ্যানুযায়ী, মিয়ানমার বিশ্বের পঞ্চম বৃহত্তম চাল রপ্তানিকারক দেশ। বিশ্ব বাজারে বছরে ২০ লাখ টনের বেশি চাল বিক্রি করে দেশটি।
গেলো মাসে ভারত নন–বাসমতি চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছে। এতে বিশ্ববাজার এ খাদ্যশস্যের প্রায় ১ কোটি টন সরবরাহের উৎস হারিয়েছে, যা মোট সরবরাহের ২০ শতাংশ। আর বাংলাদেশ সাধারণত সবচেয়ে বেশী চাল আমাদানি করে ভিয়েতনাম থেকে। ইতোমধ্যে ভিয়েতনাম চাল রপ্তানি কমিয়ে দিচ্ছে।