খেলাধুলা

নিজেকে বারবার প্রমাণ করছেন এমি মার্তিনেজ

স্পোর্টস ডেস্ক

এমিলিয়ানো মার্তিনেজের বাজপাখি নামকরণ কেনো যথার্থ, তা আরেকবার প্রমাণ হলো। এমন এক সেভ দিলেন চ্যাম্পিয়নস লিগের ম্যাচে, যা দেখে চোখ ছানাবড়া হয়ে যাওয়ার যোগাড় হয়ে যায়। জুভেন্টাসের বিপক্ষে অ্যাস্টন ভিলার ম্যাচটি শেষপর্যন্ত গোলশূন্য ড্র হয়েছে।

ম্যাচের ৬৫ মিনিটে ডান দিকের পোস্টের খুব কাছ থেকে জোরের ওপর হেড করেছিলেন জুভেন্টাসের ফ্রান্সিসকো কনসেইসাও। সাথে সাথে ঝাপিয়ে পড়েন মার্তিনেজ।

ডান হাতটা গোললাইনের পেছন থেকে টেনে এনে বলটা সেভ করেন অ্যাস্টন ভিলার এই আর্জেন্টাইন গোলরক্ষক।

কমেন্ট্রি বক্স থেকে মার্তিনেজকে উদ্দেশ্য করে বলা হয় তিনি প্রমাণ করলেন কেনো তাকে বলা হয় বিশ্বের এক নম্বর গোলরক্ষক।

এদিকে এই সেভ না করলে হয়তো পরাজয়কে সাক্ষী করতে হতো অ্যাস্টন ভিলাকে।

বুধবার (২৭ নভেম্বর) রাতে ভিলা পার্কে দুই সন্তানকে নিয়ে মাঠে হেঁটে হেঁটে গত দুই বছরে জেতা গোলরক্ষকদের ব্যালন ডিঅর তথা ইয়াসিন ট্রফি দুই হাতে উঁচিয়েও দেখান।

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন এমিলিয়ানো মার্তিনেজ | বাজপাখি | চ্যাম্পিয়নস লিগ | অ্যাস্টন ভিল