আর্কাইভ থেকে শিক্ষা

আন্দোলন স্থগিত করলেন ৭ কলেজের শিক্ষার্থীরা

আন্দোলন স্থগিত করলেন ৭ কলেজের শিক্ষার্থীরা
এক দফা দাবিতে দীর্ঘ সাড়ে ৫ ঘণ্টারও বেশি সময় রাজধানীর নিউমার্কেট থানার নীলক্ষেত মোড় অবরোধ করে রাখার পর অবশেষে কর্তৃপক্ষের আশ্বাসে আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। রোববার (২৭ আগস্ট) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে আন্দোলনের সমন্বয়ক ও ঢাকা কলেজের ইংরেজি বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার মাহমুদ অপু আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়ে অবরোধ প্রত্যাহার করেন। এর আগে দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হয়ে মিছিল নিয়ে নীলক্ষেত মোড়ে এসে অবরোধ করেন তারা। শিক্ষার্থীদের এক দফা দাবিটি ছিল— সিজিপিএ সিস্টেম শিথিল করে, অকৃতকার্য বিষয়ে মানোন্নয়ন পরীক্ষার মাধ্যমে পরবর্তী বর্ষে প্রমোশন দিতে হবে। এক দফা দাবির ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে মঙ্গলবার চলমান আন্দোলনের বিষয়ে আগামী মঙ্গলবার (২৯ আগস্ট) চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেয়া হবে বলে জানিয়েছেন ঢাবি অধিভুক্ত সরকারি সাত কলেজের সমন্বয়ক এবং ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্য্য। একই সঙ্গে সেই পর্যন্ত শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বানও জানিয়েছেন তিনি। অধ্যাপক সুপ্রিয়া বলেন, আগামী মঙ্গলবার সাত কলেজের অধ্যক্ষ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সমন্বয়ে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সভা অনুষ্ঠিত হবে। সেখানে এই দাবির ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত রেজুলেশন করে জানানো হবে। সভায় দাবির ব‍্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত আসার সম্ভাবনা বেশি বলেও জানান তিনি। যানচলাচল স্বাভাবিক করতে চেষ্টা চলছে শিক্ষার্থীদের অবরোধ তুলে নেয়ার পরে পুরো এলাকার যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে জানান নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল গনি সাবু। তিনি বলেন, প্রায় ছয় ঘণ্টা শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রেখেছিল। এর ফলে পুরো এলাকাজুড়ে ব্যাপক যানজট ও মানুষের ভোগান্তি তৈরি হয়েছিল। সন্ধ্যার সময় শিক্ষার্থীরা অবরোধ তুলে নিয়েছেন। আমরা চেষ্টা করছি পরিস্থিতির স্বাভাবিক করতে। আশা করি এক ঘণ্টার মধ্যেই যানচলাচল স্বাভাবিক হয়ে যাবে।

এ সম্পর্কিত আরও পড়ুন আন্দোলন | স্থগিত | ৭ | কলেজের | শিক্ষার্থীরা