আর্কাইভ থেকে অপরাধ

প্রবাসীকে নির্যাতনের লাইভ ভিডিও পাঠানো হতো মাকে

প্রবাসীকে নির্যাতনের লাইভ ভিডিও পাঠানো হতো মাকে
ইরাকে মধ্যযুগীয় কায়দায় বাংলাদেশি যুবককে নির্যাতনের ঘটনায় জড়িত ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তথ্য প্রযুক্তির সহায়তায় দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ঢাকা জেলা পিবিআইয়ের একটি দল। সোমবার (২৮ আগস্ট) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে পিবিআই হেডকোয়ার্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা জেলা পুলিশ সুপার কুদরত ই খুদা। তিনি বলেছেন, ইরাকে বাংলাদেশি কয়েকজনই মোসলেম মোল্লাকে আটক করে নির্যাতন শুরু করে। পরে সেই নির্যাতনের ঘটনা লাইভ ভিডিও ইমো‘র মাধ্যমে তার মাকে দেখানো হয়। চক্রটি পরিবারের কাছ থেকে ১০ লাখ টাকা মুক্তিপণ আদায় করে। মোসলেম মোল্লার বাবা ছিলেন না। ভিটেবাড়ি বিক্রি করে ২০১৬ সালে জীবিকার জন্য ইরাকে যায়। সেখানে ২০২১ সাল পর্যন্ত ভালোই কাজকর্ম করছিলেন। ওইখানে ২০২১ সালেই সেলিম মিয়া নামে এক বাঙালির সাথে তার পরিচয় হয়। মোসলেম যে জায়গায় কাজ করছিলেন সেখানে বেতন কম হওয়ায় সেলিম তাকে অন্য জায়গায় বেশি বেতনের চাকরির প্রলোভন দেখায়। জেলা পুলিশ সুপার আর বলেন, সেলিম মিয়ার সাথে আরও ৫ জন ছিলেন। তারা মোসলেমকে একটা রুমে আটকে রেখে অমানবিক নির্যাতন করেন। সেই নির্যাতনের ভিডিও তার বাংলাদেশের অবস্থানরত মাকে পাঠানো হয়। এরপর তারা মুক্তিপণ দাবি করেন। প্রথমে তারা ১১ লাখ টাকা দাবি করেন। পরে সেটেলমেন্ট হলে আরও ৭ লাখ টাকা মুক্তিপণ চায়। আর হুমকি দেয়া হয় যে, টাকা না দিলে তার সন্তানকে মেরে ফেলা হবে। মা ভয় পেয়ে বাজারে বিকাশের ১২টি একাউন্টে থেকে ধাপে ধাপে ৬ লাখ টাকা পাঠান। কুদরত ই খুদা বলেন, ওই চক্রের বাংলাদেশ অংশের ৮ জনকে গ্রেপ্তার করেছে পিবিআই। ইরাকে যারা আছেন, তাদেরকেও শনাক্ত করা গেছে। শিগগিরই চক্রের বাকিদেরকেও গ্রেপ্তার করা হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন প্রবাসীকে | নির্যাতনের | লাইভ | ভিডিও | পাঠানো | হতো | মাকে