আর্কাইভ থেকে বাংলাদেশ

রাজধানীর আরও তিন রুটে চলবে ঢাকা নগর পরিবহন

রাজধানীর আরও তিন রুটে চলবে ঢাকা নগর পরিবহন

রাজধানীতে সবুজ গুচ্ছের আওতায় 'ঢাকা নগর পরিবহন' বাসের আরও নতুন তিনটি রুট ঘোষণা করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।

আজ সোমবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে নগর ভবনে বাস রুট রেশনালাইজেশন কমিটির সভায় এ ঘোষণা দেয়া হয়েছে। অনুষ্ঠানে উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

সভা শেষে মেয়র তাপস জানান, সবুজ গুচ্ছের আওতায় নতুন ২২, ২৩ ও ২৬ নম্বর রুট আমরা চিহ্নিত করেছি।

নতুন ২২ নম্বর রুট হলো - ঘাটারচর, বসিলা ও আসাদগেট হয়ে ফার্মগেট, শাহবাগ, পল্টন ও রূপসী হয়ে ভুলতা। ২৩ নম্বর রুট হলো - ঘাটারচর-বসিলা-আসাদগেট হয়ে সায়েন্স ল্যাবরেটরি-শাহবাগ-পল্টন কমলাপুর-সায়েদাবাদ ও সাইনবোর্ড হয়ে মেঘনা ঘাট। আর ২৬ নম্বর রুট হলো- ঘাটারচর-বসিলা-আসাদগেট হয়ে সায়েন্স ল্যাবরেটরি-শাহবাগ-কাকরাইল-শাপলা চত্বর-দয়াগঞ্জ ও পোস্তগোলা হয়ে নারায়ণগঞ্জ।

উল্লেখ্য, ২৬ ডিসেম্বর রাজধানীর মোহাম্মদপুর থেকে রুট রেশনালাইজেশনের উদ্যোগে ঘাটারচর টু কাঁচপুর রুটে ঢাকা নগর পরিবহনের কার্যক্রমের উদ্বোধন করা হয়।

 

এসআই/

এ সম্পর্কিত আরও পড়ুন রাজধানীর | আরও | তিন | রুটে | চলবে | ঢাকা | নগর | পরিবহন