আর্কাইভ থেকে বাংলাদেশ

সার্চ কমিটি নিয়ে বিএনপির মন্তব্য বিভ্রান্তিকর: ওবায়দুল কাদের

সার্চ কমিটি নিয়ে বিএনপির মন্তব্য বিভ্রান্তিকর: ওবায়দুল কাদের

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনুসন্ধান কমিটি (সার্চ কমিটি) নিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে নেতিবাচক ও বিভ্রান্তিকর মন্তব্য করেছেন। তিনি জাতির প্রত্যাশার কথা বলেছেন। আমরা বিএনপি’র মর্মবেদনা বুঝি। রাজনীতির মাঠে চরম ব্যর্থতায় নিপতিত বিএনপি এখন নিজেদের হতাশা ও নিরাশার মাপকাঠিতে জনপ্রত্যাশা পরিমাপের ব্যর্থ চেষ্টায় নিমজ্জিত হয়ে পড়েছে। বললেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

আজ মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এ কথা  বলেন। 

ওবায়দুল কাদের জানান, নির্বাচন কমিশন গঠনে সাংবিধানিক বিধান ও আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেই সার্চ কমিটি গঠিত হয়েছে। সার্চ কমিটির সদস্যরা নিজ নিজ ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত। তারা প্রত্যেকেই জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, আইন অনুযায়ী সাংবিধানিক দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ও দেশপ্রেমিক বিশিষ্টজনদের সমন্বয়ে যে সার্চ কমিটি গঠিত হয়েছে- সেটির প্রতি জনগণের পূর্ণ আস্থা ও বিশ্বাস রয়েছে। ইতোমধ্যে সার্চ কমিটি স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনে নিবন্ধিত সব রাজনৈতিক দলকে তাদের প্রস্তাবনা উপস্থাপনের আহ্বান জানিয়েছেন।

তাসনিয়া রহমান 

এ সম্পর্কিত আরও পড়ুন সার্চ | কমিটি | নিয়ে | বিএনপির | মন্তব্য | বিভ্রান্তিকর | ওবায়দুল | কাদের