আর্কাইভ থেকে বিএনপি

প্রধান বিচারপতির বিদায় অনুষ্ঠান বর্জন করছেন বিএনপিপন্থীরা

প্রধান বিচারপতির বিদায় অনুষ্ঠান বর্জন করছেন বিএনপিপন্থীরা
আগামীকাল বৃহস্পতিবার (৩১ আগস্ট) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর বিদায় অনুষ্ঠানে সংবর্ধনা না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে আইনজীবীদের একাংশ। বুধবার (৩০ আগস্ট) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির এডহক কমিটির সদস্য সচিব শাহ আহমেদ বাদল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়। একটি সূত্রে জানা গেছে, প্রধান বিচারপতির ওই অনুষ্ঠানে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিএনপিপন্থী আইনজীবীরা। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘শপথবদ্ধ রাজনীতিবিদ’ বিচারপতিদের বিচারকাজ থেকে বিরত না রাখায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির এডহক কার্যকরী কমিটির এক জরুরি সভায় বিদায়ী প্রধান বিচারপতি জনাব হাসান ফয়েজ সিদ্দিকীকে সমিতির পক্ষ থেকে আগামীকাল বৃহস্পতিবার তার শেষ কর্মদিবসে কোনো বিদায় সংবর্ধনা প্রদান না করার সিদ্ধান্ত হয়েছে। এতে আরও বলা হয়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপসের বিরুদ্ধে দায়ের করা আদালত অবমাননার আবেদনের শুনানি না করে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী সাবেক অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ জে মোহাম্মদ আলীসহ সাতজন বিজ্ঞ আইনজীবীর বিরুদ্ধে ব্যারিস্টার তাপসের বড় ভাইয়ের স্ত্রী নাহিদ সুলতানা যূথির আদালত অবমাননার আবেদন তড়িঘড়ি করে শুনানির জন্য বিশেষ বেঞ্চ গঠন করা হয়। সুপ্রিম কোর্টের বিচারব্যবস্থাকে আওয়ামীকরণ বিগত ১৭ আগস্ট এডহক কমিটি কর্তৃক দেয়া পত্রের বিষয়ে কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ না করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অবৈধ দখলদার ফকির-দুলালকে ক্রমাগত স্বীকৃতি প্রদান করেছে। এজন্য তারা এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।

এ সম্পর্কিত আরও পড়ুন প্রধান | বিচারপতির | বিদায় | অনুষ্ঠান | বর্জন | করছেন | বিএনপিপন্থীরা