আর্কাইভ থেকে জাতীয়

‘আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে যা করা দরকার তাই করবো’

‘আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে যা করা দরকার তাই করবো’
‘আমাদের দেশ প্রধানমন্ত্রীর নেতৃত্বে এগিয়ে চলছে। দেশের আইনশৃঙ্খলা ঠিক রাখতে দেশের প্রতিটি পুলিশ সদস্যের মনোবল চাঙ্গা রয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে যা করা দরকার তাই করব।’ বললেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুরে রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে জাতীয় শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভাটির আয়োজন করে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। আইজিপি বলেন, ‘বঙ্গবন্ধু দেশের মানুষকে সারাজীবন ভালোবেসে গেছেন। তিনি মনে ‘পাকিস্তানিরা মনে করতো বাঙালিরা একা স্বাধীন করে কিছু করতে পারবে না। বঙ্গবন্ধু লাখ লাখ, কোটি কোটি মানুষকে স্বাধীনতা যুদ্ধে অংশ নিতে উদ্বুদ্ধ করেছিলেন। তিনি কখনো চিন্তা করেননি বাঙালি কখনো তাকে হত্যা করতে পারবে না। এখন পাকিস্তান বলছে, উন্নতি করতে হলে বাংলাদেশকে ফলো করতে হবে।’ তিনি বলেন, ‘বঙ্গবন্ধু ভালোবাসা দিয়ে মানুষকে স্বাধীনতা যুদ্ধে অংশ নিতে উদ্বুদ্ধ করেছিলেন। তিনি ভালোবাসা দিয়েই দেশকে স্বাধীন করেছিলেন। পাকিস্তান আমলে জীবনের শ্রেষ্ঠ সময় কারাগারে কাটিয়েছেন।’    

এ সম্পর্কিত আরও পড়ুন আইনশৃঙ্খলা | নিয়ন্ত্রণে | করা | দরকার | তাই | করবো